শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৮:৫৪ পূর্বাহ্ন

ফতুল্লার লালপুরে মাদক কারবারিদের তাণ্ডব, আহত ১০

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৭ বার

ফতুল্লার লালপুরে মাদকসহ এক কারবারিকে পুলিশে সোপর্দ করায় তারা দলবদ্ধ হয়ে বেশ কয়েকটি বাড়ি ভাংচুরসহ কুপিয়ে রক্তাক্ত জখম করেছে পথাচারী, অটোরিকশা চালকসহ ১০ জনকে।

শুক্রবার (৮সেপ্টেম্বর) দুপুরে ফতুল্লার লালপুর পৌষাপুকুর জামে মসজিদ গলিতে এ ঘটনা ঘটে।

সংবাদ পেয়ে পু্লিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় জনি নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করে। এর আগে গাঁজা ও একটি সুইচ গিয়ারসহ স্থানীয় এলাকাবাসী শহিদুল নামের এক মাদক কারবারিকে পৌষাপুকুর পাড় জামে মসজিদের গলি থেকে আটক করে পুলিশে সোপর্দ করে। আটককৃতরা শীর্ষ মাদক ব্যবসায়ী টিটু-শিমুল সিন্ডিকেটের সদস্য বলে স্থানীয়রা জানায়।

প্রতক্ষ্যদর্শীদের বর্ণনা মতে, শুক্রবার দুপুর ১২টার দিকে মসজিদ গলিতে প্রকাশ্যে গাঁজা বিক্রি করছিল টিটু-শিমুল সিন্ডিকেটের এক সদস্য। এ সময় মসজিদ গলিতে মাদক বিক্রি করতে নিষেধ করেন স্থানীয় হাসিব (২০) নামের এক যুবক। পরে শীর্ষ মাদক কারবারি টিটু তার কয়েক সহোযোগীকে নিয়ে এসে ওই যুবককে মসজিদ গলিতে পেয়ে ছুরিকাঘাত করে। এ সংবাদ মসজিদে নামাজ পরতে আসা মুসুল্লি ও এলাকাবাসীর মাঝে ছড়িয়ে পড়লে তারা উত্তেজিত হয়ে টিটুর বাড়িতে যায়। টিটু তখন তার কয়েক সহোযোগীকে নিয়ে বাড়ির পেছন দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী ধাওয়া করে শহিদুল্লা নামের এক মাদক কারবারিকে গাজাঁসহ আটক করে থানায় নিয়ে যায়। গাঁজাসহ শহিদুলকে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে এই সংবাদ পেয়ে মাদক কারবারি টিটু, শিমুল ও লিংকন গাবতলী, টাগাড়পাড় এলাকার বেশ কিছু মাদক কারবারি ও বহিরাগত সন্ত্রাসীদের সাথে নিয়ে মসজিদ গলিতে প্রবেশ করে বেশ কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। মসজিদের কাজ করে বাসায় ফেরার পথে কোপানো হয় রুবেল (৩০) নামে এক যুবককে। এ সময় শাহিন, নুরা, রং মিস্ত্রি সাইদুল, পথচারি বাচ্চু, হানিফ, সিফাতসহ ৮ থেকে ১০ জনকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় মসজিদে নামাজ পড়তে আসা মুসুল্লিরা হামলাকারীদের ধাওয়া দেয় অপর দিকে সংবাদ পেয়ে পুলিশও ঘটনাস্থলে ছুটে এসে হামালাকারীদের ধাওয়া দেয়। পুলিশ টিটুর শ্যালক জনিকে একটি বাড়ি থেকে গ্রেফতার করতে সক্ষম হলেও পালিয়ে যেতে সক্ষম হয় শীর্ষ মাদক কারবারি টিটু, শিমুল, লিংকনসহ অপর হামলাকারীরা।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আযম মিয়া (পিপিএম) জানান, দুই জনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com