বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০১:২৭ পূর্বাহ্ন

নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭০ বার

নানা আয়োজনে ০১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে নিউইয়র্ক মহানগর বিএনপি (উত্তর )। এ দিন সন্ধ্যায় ব্রঙ্কসের আল আকসা চাইনিজ রেষ্টেরেন্টের সামনে উন্মোক্ত প্রাঙ্গনে লাল সবুজের বেলুন ও মুক্ত আকাশে কবুতর উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনা করেন  প্রধান অতিথি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূইয়া  মিল্টন ।এই সময় মহানগর বিএনপি (উত্তর ) আহবায়ক আহবাব চৌধুরী খোকন, সদস্য সচিব ফয়েজ চৌধুরীসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

রাতে আল আকসা চাইনিজ রেষ্টেরেন্টের পার্টি হলে সংগঠনের আহবায়ক আহবাব চৌধুরী খোকনের সভাপতিত্বে ও সদস্য সচিব ফয়েজ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিভাগীয় জাতীয়তাবাদী ফোরামের আহবায়ক ডা. আব্দুস সবুর, যুক্তরাষ্ট্র  বিএনপি নেতা আব্দুস সবুর ও বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর ।
পবিত্র কোরআন তেলওয়াত করেন সংগঠনের যুগ্ম আহবায়ক মানিকুজ্জামান মানিক ।বক্তব্য রাখেন যুগ্ন আহবায়ক এ জি এম জাহাঙ্গীর হোসাইন ,ইমরান শাহ রন, আব্দুর রহিম, , শরিফুল খালিশদার , সৈয়দ গৌছুল হোসেন, আনোয়ার জাহিদ, এডভোকেট রেজওয়ানা রাজ্জাক, শাহ কামাল উদ্দিন ব্রঙ্কস (পূর্ব) বিএনপির আহবায়ক আনোয়ারুল আলম, ভুইয়া, ব্রঙ্কস (পশ্চিম) বিএনপির লিয়াকত আলী, ব্রঙ্কস (পূর্ব) বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান দুলাল, ব্রঙ্কস (পশ্চিম) বিএনপির সদস্য সচিব কৃষিবিদ্ মোহাম্মদ সোলেমান, আক্তারুজ্জামান হেপি, মাঈন উদ্দিন নটু, শরিফ হোসেন নিরব,মীর মিজান প্রমুখ ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান ভূইয়া মিল্টন বলেন, বিএনপি দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন করছে ক্ষমতায় যাওয়ার জন্য নয় । জনগনের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্টা করাই হচ্ছে বিএনপির এই আন্দোলনের লক্ষ্য ।বর্তমান সরকার ভোট চুরির মাধ্যমে ক্ষমতায় এসে এখন পুরো দেশকে মৃত শ্বশানে পরিণত করেছে । জনগনের ভোটাধিকার নেই, নেই আইনের শাসন ও মানুষের বাক স্বাধীণতা ।দুর্নীতির মাধ্যমে দেশের সম্পদ সম্পদ এখন বিদেশে পাচার হয়ে যাচ্ছে । দেশের মানুষ দুমুঠো ভাত খেতে পারছে না। আর অবৈধ সরকারের মন্ত্রীরা দুর্নীতির মাধ্যমে দেশে বিদেশে সম্পদের পাহাড় গড়ে তুলেছে । এমতাবস্থায় এই অবৈধ সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত করতে দেশে বিদেশে তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে।

সভাপতির বক্তব্যে আহবাব চৌধুরী খোকন বলেন, বর্তমান অবৈধ সরকার জানে নিরপেক্ষ ভোট হলে তারা জিতবে পারবে না ।আর নেই ক্ষমতায় থেকে নির্বাচনের নামে আবারো জনগনের সাথে প্রহসন করতে চায় । কিন্তু দেশবাসী ও বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগকে এবার সেই সুযোগ দেবে না। অবৈধ শেখ হাসিনা সরকার পদত্যাগে বাধ্য করতে প্রয়োজনে লাগাতর আন্দোলনের ডাক দেওয়া হবে ।

অনুষ্ঠানে  বিএনপির ৪৫ তম প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে ৪৫ পাউন্ডের   একটি কেক কাটা হয় এবং  বিএনপির প্রতিষ্টাতা চেয়ারম্যান শহীদ জিয়াউর রহমানসহ স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিহত সকলের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করা হয়।  বিএনপি চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মোনাজাতও করা হয় ।মোনাজাত পরিচালনা করেন নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুর রহিম ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com