কুইন্স কাউন্টি ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ এটর্নি মঈন চৌধুরী জালালাবাদ এসোসিয়েশনের ট্রাস্টি বোর্ড থেকে পদত্যাগ করলেন। তিনি সংগঠনের সভাপতি বদরুল হোসেন খান বরাবর পদত্যাগ পত্র পাঠিয়েদিয়েছেন। এ ব্যাপারে মঈন চৌধুরী নিউইয়র্ক কাগজকে বলেন, জালালাবাদবাসীর প্রিয় সংগঠন নিয়ে দেওয়ানী ও ফৌজদারি মামলার উদ্ভব হয়েছে। ডিস্ট্রিক্ট এটর্নি অফিস তা তদন্ত করছেন। কনফ্লিক্ট অব ইন্টারেস্ট ও নিরপেক্ষতার কথা বিবেচনা করে দায়িত্ব থেকে সরে দাঁড়ালাম। এ ধরনের মামলার দরকার ছিল না। জালালাবাদের অর্থ নিয়ে যা ঘটলো তা অবশ্যই নিন্দনীয়। তবে এখনও সময় আছে উভয় পক্ষই আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে পারেন। এতে জালালাবাদ এসোসিয়েশনের ঐতিহ্য রক্ষা পাবে।
জালালাবাদ এসোসিয়েশনের সাধারন সম্পাদক রোকন হাকিম প্রতিবেদককে বলেন, জ্বনাব মঈন চৌধুরীর পদত্যাগ পত্র আমরা পেয়েছি। এমন একটি সময়ে তিনি পদত্যাগ করেছেন তাতে সংগঠন তা গ্রহন করবে কিনা আমার সন্দেহ আছে। তবে ১০ সেপ্টেম্বর সোমবার সংগঠনের কার্যকরি কমিটির বৈঠক রয়েছে। সেখানে তা নিয়ে আলোচনা হবে।