করোনা ভাইরাসে বিপর্যস্ত গোটা বিশ্ব। এর বাইরে নয় ভারত। ইতোমধ্যে ভারতের কেন্দ্রীয় সরকার গোটা দেশে কড়াকড়ি আরোপ করেছে। কিন্তু জম্মু-কাশ্মীরের পরিস্থিতি ভিন্ন। সেখানে গত বছর আগস্ট থেকে অচলাবস্থা বিরাজ করছে। কেন্দ্রীয় সরকার কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করায় সেখানে কড়াকড়ি আরোপ করা হয়।
এমন পরিস্থিতির মধ্যেই সম্প্রতি কাশ্মীরে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। ইতোমধ্যে আক্রান্তের সংখ্যা ১৩ জনে পৌঁছেছে। আক্রান্তদের মধ্যে কয়েকজন ইরান থেকে কাশ্মীর অঞ্চলে গিয়েছেন। আগামী দিনগুলোতে করোনা ভাইরাস আরও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শ্রীনগরের মেয়র জুনায়েদ মাত্তু বলেন, করোনা ভাইরাস শনাক্তের পর্যাপ্ত সরঞ্জাম আমাদের নেই। আমরা এ মহামারীর জন্য প্রস্তুত নয়।
সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, কাশ্মীরের হাসপাতালগুলোর অবস্থা খুবই করুণ। করোনা মোকাবিলার জন্য যে ধরনের প্রস্তুতি দরকার সেটি নেই বললেই চলে। নাম প্রকাশ না করার শর্তে কাশ্মীরের খ্যাতনামা চিকিৎসক ও সরকারি মেডিক্যাল কলেজের সাবেক প্রিন্সিপাল করোনা ভাইরাসে কাশ্মীরে বিপর্যয় নেমে আসতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন।
একই সঙ্গে তিনি আল জাজিরাকে বলেন, করোনা এখানে বিস্তার করলে আমরা পুরো বিধ্বস্ত হব। আমরা গবাদিপশুর মতো মারা যাব।