সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১০:৫০ অপরাহ্ন

ময়মনসিংহে রেলক্রসিংয়ে ট্রাকের সাথে ট্রেনের সংঘর্ষ, হতাহত ৬

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ৩৯ বার

ময়মনসিংহ নগরীর কেওয়াটখালির বাইপাস রেলক্রসিংয়ে ঢাকাগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনের সাথে মালবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে একজন নিহত ও ৫ জন আহত হয়েছেন।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কেওয়াটখালির বাইপাস রেলক্রসিংয়ে দুর্ঘটনাটি ঘটে। আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার রাত সাড়ে ৭টার দিকে কেওয়াটখালির বাইপাস রেলক্রসিংয়ে গর্তে আটকা পড়ে একটি মালবোঝাই ট্রাক। চালকসহ স্থানীয়রা অনেক চেষ্টা করেও ট্রাকটি রেললাইন থেকে সরাতে পারেননি। এ সময় ময়মনসিংহ থেকে ঢাকাগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়।

তারা আরো জানান, এতে ট্রেনের ইঞ্জিনে বসা বাবুল নামের এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন ইঞ্জিনে বসা আরো ৫ যাত্রী। স্থানীয়রা আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন বলেন, এ ঘটনার পর থেকে ঢাকা-ময়মনসিংহ রোডে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রাত সাড়ে ৯টার দিকে রেললাইন থেকে দুর্ঘটনা কবলিত ট্রেন সরিয়ে নেয়ায় দুই ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল শুরু হয়।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com