বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০৩:২০ অপরাহ্ন

লিটনের ফিফটি, লড়ছেন একাই

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ৪৭ বার

দীর্ঘ সময় ধরে রান খরায় ভুগছিলেন লিটন কুমার দাস। প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ফিফটি করে অবশ্য রানে ফেরার ইঙ্গিত দেন। তবে মূল আসরে প্রথম ম্যাচে আবার ব্যর্থ হন তিনি। তবে আজ শুরু থেকেই ছন্দে ছিলেন, ৩৮তম বলে স্পর্শ করেছেন ফিফটিও।

মিরাজও ফিরলেন, বিপদ বাড়ছে বাংলাদেশের

একপ্রান্তে লিটন কুমার দাস সাবলীল ব্যাটিং করলেও অন্যপ্রান্তে আসা যাওয়ার মিছিল লেগেই আছে। এবার সেই মিছিলে যোগ দিলেন মেহেদী হাসান মিরাজ। ক্রিস ওকসের বলে বাটলারের ক্যাচ হয়ে ফেরার আগে তিনি করেন ৮ রান।

এবার ফিরলেন অধিনায়ক সাকিব, বিপর্যয়ে বাংলাদেশ 

১৪ রানে ২ উইকেট হারানোর পর এবার ২৬ রানে ফিরলেন অধিনায়ক সাকিব আল হাসান। ৩টি উইকেটই নিয়েছেন ইংলিশ পেসার রিচ টপলি।

টানা দুই বলে ফিরলেন তামিম-শান্ত  

প্রথম ওভারে ৩ চার হাঁকিয়ে ভালো শুরু এনে দেন লিটন কুমার দাস। তবে পরের ওভারেই ফিরে গেলেন আরেক ওপেনার তানজীদ হাসান তামিম। পরের বলে নাজমুল হোসেন শান্তও ফিরে যাওয়ায় শুরুতেই চাপে পড়েছে বাংলাদেশ।

বাংলাদেশের লক্ষ্য ৩৬৫ রান 

চলতি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৩৬৫ রান।৯ উইকেট হারিয়ে ৫০ ওভারে ৩৬৪ রান করেছে ইংলিশরা। ৮ ওভারে ৭১ রান দিয়ে বাংলাদেশের সেরা বোলার শেখ মেহেদী।

 

শরিফুলের জোড়া আঘাত

আগের বলেই ৮২ রান করা জো রুটকে ফিরিয়েছিলেন।  পরের বলেই লিয়াম লিভিংস্টোনের স্টাম্প উপড়ে ফেললেন শরিফুল ইসলাম। তবে হ্যাটট্রিক বলে আবার হজম করেন চার রান।

৪১ ওভারে ৩০৩,  শেষ ৯ ওভারে কত রান করবে ইংল্যান্ড! 

ইনিংসের এখনও বাকি ৯ ওভার। ৪১ ওভারেই ইংল্যান্ডের স্কোরবোর্ডে যোগ হয়েছে ৩০৩ রান, হাতে রয়েছে ৭ উইকেট। শেষ ৯ ওভারে কত রান তুলবে ইংল্যান্ড, এই আলোচনা এখন সবখানে। প্রজেক্টেড স্কোর অনুযায়ী ৫০ ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়াবে ৪০৪ রান।

বাটলারকে ফেরালেন শরিফুল 

একদম আদর্শ সময়ে ব্যাটিংয়ে নেমেছিলেন জস বাটলার। প্রথম ৯ বলে ২০ রান করে ঝড়ের শুরুটাও করেন এই ইংলিশ অধিনায়ক। তবে বোল্ড করে তাকে সেখানেই থামিয়েছেন বাঁহাতি পেসার শরিফুল।

মালানকে আউট করে ১৫১ রানের জুটি ভাঙলেন মেহেদী 

সেঞ্চুরি করার ক্রমশ আক্রমণাত্মক হয়ে উঠছিলেন ডেভিড মালান। যেন হয়ে উঠছিলেন অপ্রতিরোধ্য। এবার বোল্ড করে তাকে থামালেন শেখ মেহেদী। ১৪০ রান করে ফিরলেন তিনি।

৩৬ ওভারে ইংল্যান্ডের ২৫১ 

ইংল্যান্ডের বিপক্ষে রান পাহাড়ের নীচে চাপা পড়ার শঙ্কায় রয়েছে বাংলাদেশ। ১ উইকেট হারিয়ে ৩৬ ওভারে ২৫১ রান তুলে ফেলেছে ইংলিশরা। এর আগে ২০১৯ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ৩৮৬ রান করেছিল ইংল্যান্ড।

মালানের সেঞ্চুরি, বড় সংগ্রহের পথে ইংল্যান্ড 

শুরু থেকেই দারুণ ছন্দে ছিলেন ইংলিশ ওপেনার ডেভিড মালান। এবার সেঞ্চুরি তুলে নিলেন তিনি। অন্যপ্রান্তে জো রুটও আছেন ছন্দে। সবমিলিয়ে বড় সংগ্রহের দিকেই এগোচ্ছে ইংল্যান্ড। ৩২ ওভারে ১ উইকেট হারিয়ে ইংল্যান্ডের সংগ্রহ ১৯৯ রান।

রুট-মালানের ৫০ রানের জুটি, ফের উইকেটের খোঁজে বাংলাদেশ 

১১৫ রানে জনি বেয়ারস্টো আউট হওয়ার পর এবার জো রুটের সঙেগ ৫০ রানের জুটি গড়েছেন ডেভিড মালান। ফলে আবারও উইকেটের খোঁজে রয়েছে বাংলাদেশ। ২৭ ওভারে ১ উইকেট হারিয়ে ইংল্যান্ডের সংগ্রহ ১৬৫ রান।

অবশেষে উইকেট, বেয়ারস্টোকে ফেরালেন সাকিব 

অবশেষে উইকেটের দেখা পেলো বাংলাদেশ। জনি বেয়ারস্টোকে বোল্ড করে ব্রেক থ্রু এনে দিলেন অধিনায়ক সাকিব আল হাসান। এতে ভাঙে ১১৫ রানের ওপেনিং জুটি। ১৮ ওভারে ১ উইকেট হারিয়ে ইংল্যান্ডের সংগ্রহ ১১৬ রান।

ইংল্যান্ডের ১০০, বেয়ারস্টোর ফিফটি 

উইকেটের দেখা মিলছে না বাংলাদেশের। ইতিমধ্যে ইংল্যান্ডের দলীয় রান ১০০ পূরণ হয়েছে, ফিফটি তুলে নিয়েছেন জনি বেয়ারস্টো। ১৬.১ ওভারে বিনা উইকেটে ইংল্যান্ডের সংগ্রহ ১০৬ রান।

মালানের ফিফটি, উইকেটের খোঁজে বাংলাদেশ 

ইংল্যান্ডের বিপক্ষে ১৪ ওভারে পেরিয়ে গেলেও এখনও উইকেটের দেখা পায়নি বাংলাদেশ। ইতিমধ্যে ইংলিশ ওপেনার ডেভিড মালান ফিফটি তুলে নিয়েছেন। অপেক্ষায় আছেন আরেক ওপেনার  জনি বেয়ারস্টো। ১৪ ওভারে ইংল্যান্ডের সংগ্রহ ৮৯ রান।

ঘটনাবহুল প্রথম ১০ ওভারে ইংল্যান্ডের সংগ্রহ ৬১ রান 

উইকেটের সাহায্য নিয়ে শুরুটা দারুণ করেছিলেন বাংলাদেশের পেসাররা। তবে সতর্ক থাকলেও ভুল করেননি ইংল্যান্ডের ব্যাটাররা। পঞ্চম ওভারে একটি রিভিউ  নষ্ট হয়েছে বাংলাদেশের। ডেভিড মালানের ক্যাচ আউটের আবেদন আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেন সাকিব। আর তাতে ব্যর্থ হন তিনি। এরপর শরিফুলের আবেদনেও সাড়া দেননি আম্পায়ার। জনি বেয়ারস্টোর বিপক্ষে এবার রিভিউ নেয়নি টাইগাররা। তবে রিপ্লেতে দেখা যায়, বল স্টাম্পে হিট করলেও লেগ স্টাম্পের বাইরে পিচ করেছে। ঘটনাবহুল প্রথম ১০ ওভারে ইংল্যান্ডের সংগ্রহ বিনা উইকেটে ৬১ রান

টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ, মাহমুদউল্লাহর জায়গায় একাদশে মেহেদী

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। বেলা ১১টায় ধর্মশালায় শুরু হবে ম্যাচটি। ইতোমধ্যে টসে জিতে ইংলিশদের আগে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন এসেছে। মাহমুদউল্লাহ রিয়াদের জায়গায় নেয়া হয়েছে শেখ মেহেদী হাসানকে। টসে জিতে টাইগার অধিনায়ক সাকিব বলেন, ‘(রাতে বৃষ্টি হওয়ায়) আজকের দিনটা অন্যদিনের তুলনায় ঠাণ্ডা। আমাদের একাদশে একটি পরিবর্তন আছে (মেহেদী)। সে ব্যাটিংয়ে ভালো করছে। বর্তমানে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় সে। আজকে সাফল্য পেতে আমাদের সর্বোচ্চটা দিয়ে খেলতে হবে।’

বাংলাদেশ একাদশ
লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং মোস্তাফিজুর রহমান।

ইংল্যান্ড একাদশ
জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, হ্যারি ব্রুস, জস বাটলার (অধিনায়ক, উইকেটরক্ষক), লিয়াম লিভিংস্টোন, ক্রিস ওকস, স্যাম কারেন, আদিল রশিদ, মার্ক উড এবং রিস টপলি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com