বিশ্বকাপে নিজেদের সবচেয়ে বড় ম্যাচে বৃহস্পতিবার মাঠে নামবে বাংলাদেশ। সবচেয়ে কঠিন পরীক্ষায় প্রতিপক্ষ স্বাগতিক ভারত। তবে মাঠে নামার আগে নিজেদের নিয়েই ভাবতে হচ্ছে টাইগারদের। অধিনায়ক সাকিব আল হাসানের চোট শঙ্কিত করে রেখেছে দলকে।
শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে বাঁ উরুতে চোট পেয়েছিলেন সাকিব। ম্যাচ শেষে অবস্থা জানতে যেতে হয় হাসপাতালে। তবে এরপর নির্দিষ্ট করে আর কিছু জানা যায়নি। পর্যবেক্ষণের পর জানা যাবে অবস্থা, এমনই ছিল সর্বশেষ পরিস্থিতি। অবশেষে আজ (সোমবার) এই নিয়ে কথা বলেছেন দলের ‘টিম ডিরেক্টর’ খালেদ মাহমুদ সুজন।
সাকিবের ব্যাপারে খালেদ মাহমুদ’কে দেখা গেল আশাবাদী। তিনি বলেন, ‘আশা করছি ম্যাচের আগে তাকে পাব। আমাদের ধারণা সে খেলতে পারবে।’ সাকিব নিজেও খেলতে চায় জানিয়ে সুজন বলেন, ‘সাকিব চাচ্ছে খেলতে, তবে এটা অবশ্যই ওর ফিটনেসের ওপর নির্ভর করছে।’
এরপর বিস্তারিত আকারে এই প্রসঙ্গে তিনি জানান, ‘কালকে মাঠে অনুশীলনের পর আমরা বুঝতে পারব। একটা স্ক্যানও করানো হবে। স্ক্যান করানোর পর আমরা হয়তো পরিষ্কার একটা ছবি পাব। ব্যথা থাকতেই পারে। যেহেতু মাংসপেশি ছিঁড়ে যাওয়ার ব্যাপার আছে। তবে বিভিন্ন ক্ষেত্রে যেমন হাঁটলেও ব্যথা হয় সাকিবের ওরকম সমস্যা নেই।’
‘সে জন্যই আমরা একটু আশাবাদী। তবে মাঠে না গেলে আস্তে হাঁটা ও দৌড়ের মধ্যে তো পার্থক্য আছে, যেহেতু শেষ ম্যাচে সে রান নিতে গিয়েই ব্যথা পেয়েছিল। কাল হয়তো ওগুলো দেখবে। যদি এমনও বলি ৯০ শতাংশ কিংবা ৯৫ শতাংশ ফিট শেষ ম্যাচে কিন্তু সে ব্যথা পাওয়ার পরও পুরো ১০ ওভার বোলিং করেছে।’ যোগ করেন সুজন।
তবে অনাকাঙ্ক্ষিত কিছুর জন্যও নিজেদের প্রস্তুত রাখছে দল। প্রয়োজন হলে ভারত ম্যাচে সাকিবকে ছাড়াই খেলবে বাংলাদেশ, এমনটা জানিয়ে সুজন বলেন, ‘আমরা চাই না এক ম্যাচ খেলেই সাকিব টুর্নামেন্ট মিস করুক। অবশ্যই ডাক্তারের কল। আমরা চাই না সাকিব এটা খেলে ক্যারিয়ারের জন্য ক্ষতি করুক। আমরা চাইব যদি ফিজিওদের ক্লিয়ারেন্সটা থাকে তাহলে খেলুক। আবার এই ম্যাচ যদি তাকে ছাড়া খেলতে হয় তাহলে আমরা খেলব।’