বিশ্বকাপে আফগানিস্তানের কাছে পাকিস্তান হারার দায় সম্পূর্ণ ক্যাপ্টেন বাবর আজমের ওপর দিয়েছেন দেশটির সাবেক অধিনায়ক শোয়েব মালিক।
শুধু মালিক-ই নন; আফগানদের সাথে হারায় সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম ও মিসবাহুল হকও নিজেদের দলের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করেছেন।
মঙ্গলবার একটি বেসরকারি টিভি চ্যানেলের অতিথি হন এই তারকারা। সেখানেই তারা তাদের অভিব্যক্তি প্রকাশ করেন।
এ সময় শোয়েব মালিক বলেন, ‘এই পরাজয়ের সবচেয়ে বড় দায় অধিনায়ক বাবর আজমের।’ এ সময় উপস্থাপক বলেন, ‘ক্যাপ্টেন তো কিং বাবর আজম।’ প্রতিউত্তরে মালিক বলেন, ‘বাবর ভালো ব্যাটার কিন্তু ভালো ক্যাপ্টেন নয়।
শোয়েব মালিকের কথা সমর্থন করেছেন সাবেক উইকেট কিপার ব্যাটার মঈন খান। তিনি বলেছেন, ‘বাবর গত চার বছর ধরে বড় বড় ইভেন্টে পাকিস্তানের নেতৃত্ব দিচ্ছেন কিন্তু কোথাও তার নেতৃত্বে ভালো কিছু নজরে পড়েনি।’
এর আগে ওয়াসিম আকরাম অবশ্য দুষলেন বোর্ড সংশ্লিষ্ট সবাইকে। তিনি বললেন, ‘দলের পরাজয়ের দায় একজনের নয়; বরং পিসিবি চেয়ারম্যান, কোচ, প্রধান নির্বাচক, পরিচালক ও অধিনায়ক সবার।’
সূত্র : জিও নিউজ