মুশফিকুর রহীম, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদও ব্যর্থ। এই তিন ব্যাটারের বিদায়ে ২৮.৩তম ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১২২/৭-এ
৩১ রানে তিন উইকেট নেই বাংলাদেশের, ১ রানে ফিরলেন সাকিব
ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। তানজিদ, শান্তর পর এবার প্যাভিলিয়নের পথ ধরলেন অধিনায়ক সাকিব আল হাসান। তিন ব্যাটারই উইকেটরক্ষক হেইনরিখ ক্লাসেনের তালুবন্দি হয়েছেন। ক্রিজ ছাড়ার আগে ৪ বলে ১ রান করেন সাকিব। ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩১ রান।
গোল্ডেন ডাক মারলেন শান্ত
তানজিদ তামিমের বিদায়ের পর মাঠে নেমে গোল্ডেন ডাক মারলেন নাজমুল হোসেন শান্ত। সপ্তম ওভারের দ্বিতীয় বলে ইয়ানসেনের ডেলিভারি খেলতে গিয়ে উইকেটের পেছনে থাকা ক্লাসেনের তালুবন্দি হন তিনি। ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩০ রান।
১২ রানে ফিরলেন তানজিদ
সাবধানী শুরুর পর থিতু হতে পারলেন না তানজিদ হাসান তামিম। মার্কো ইয়ানসেনের করা সপ্তম ওভারের প্রথম বলে ক্যাচ তোলার আগে ১৭ বলে ১ বাউন্ডারিতে ১২ রান করেন তিনি। ১ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩০ রান।
সাবধানী শুরু বাংলাদেশের
দক্ষিণ আফ্রিকার দেয়া ৩৮৩ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে সাবধানী শুরু করেছে বাংলাদেশ।
৬ ওভার শেষে ওপেনিং জুটিতে ৩০ রান তুলেছেন লিটন দাস ও তানজিদ হাসান তামিম।