রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৪:৫৬ অপরাহ্ন

স্পেনের রেকর্ড, একদিনেই ৮৩৮ জনের মৃত্যু!

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৯ মার্চ, ২০২০
  • ২৩৩ বার

ইতালির পর ইউরোপের দেশ স্পেনেও হু হু করে বাড়ছে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা। দেশটিতে গত ২৪ ঘণ্টায় প্রাণ গেছে ৮৩৮ জনের। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা ৬ হাজার ৫৮২ জন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে রোববার (২৯ মার্চ) এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স।

করোনা ভাইরাসের কারণে স্পেনে প্রতিদিন বাড়ছে মৃত্যু। এ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৮৩৮ জনের মৃত্যু হয়েছে, যা একদিনে সর্বাধিক। এখন পর্যন্ত মারা গেছেন ৬ হাজার ৫২৮ জন।

গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৫৪৯ জন। এ নিয়ে স্পেনে আক্রান্তের সংখ্যা ৭৮ হাজার ৭৯৭।

এদিকে করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রের বাসিন্দারা। দেশটিতে মোট আক্রান্ত প্রায় ১ লাখ ২৩ হাজার। আর মৃত্যু বেশি হয়েছে ইতালিতে। দেশটিতে মারা গেছে ১০ হাজার ২৩ জন।

২০১৯ সালের চীনের হুবেই প্রদেশের উহান থেকে বিশ্বের ১৯৯ দেশ ও অঞ্চলে ছড়িয়ে গেছে কভিড-১৯। এতে আক্রান্ত হয়েছে ৬ লাখ ৭৭ হাজার মানুষ। মোট মৃত্যু হয়েছে ৩১ হাজার ৭৩৭ জনের। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে প্রায় ১ লাখ ৪৬ হাজার ৩০৩ জন মানুষ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com