মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৪:৪৭ অপরাহ্ন

নিজেকে কারিনা ভাবতেন রাধিকা

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ৪৫ বার

বিশাল ভরদ্বাজের সিনেমা দিয়ে অভিষেক। পরে ‘মর্দ কো দর্দ নাহি হোতা’, ‘আংরেজি মিডিয়াম’, ‘কুত্তে’র মতো প্রশংসিত বেশ কয়েকটি সিনেমায় দেখা গেছে রাধিকা মদনকে।

রাধিকা মদন
রাধিকা মদনফেসবুক থেকে নেওয়া

তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, ক্যারিয়ারের শুরুর দিকে কেবল লুকের জন্যই সুযোগ পেতে বিড়ম্বনায় পড়তে হয়েছে তাঁকে।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮-এর সঙ্গে এক সাক্ষাৎকারে রাধিকা জানান, দেখতে ভালো নন—ক্যারিয়ারের শুরুর দিকে এই কথা অনেকবারই শুনতে হয়েছে তাঁকে। রাধিকার ভাষ্যে, ‘বলা হতো, আমি দেখতে সুন্দর নই; আমার চোয়াল ভাঙা। এটা শুনে বেশ অবাকই হয়েছিলাম। কারণ, নিজেকে আমি কারিনা কাপুর মনে করতাম। তাঁরা হয়তো সেটা মনে করতেন না।’

তারকাদের নিয়ে হরহামেশাই সংবাদমাধ্যমে নানা ধরনের খবর প্রকাশিত হয়। অনেক খবরই হয় স্রেফ গুঞ্জন থেকে। ভিত্তিহীন এসব খবর কীভাবে তাঁকে প্রভাবিত করে, সাক্ষাৎকারে এ প্রসঙ্গেও কথা বলেন রাধিকা।

রাধিকা মদন
রাধিকা মদনইনস্টাগ্রাম থেকে

তিনি বলেন, ‘আমাকে নিয়ে যা লেখা হয়, তার সবই আমি পড়ি। মাঝেমধ্যে এমন খবরও হয়, যা একেবারেই সত্যি না। এসব খবর স্রেফ হেসেই উড়িয়ে দিই। নেতিবাচক খবর আগে আমাকে প্রভাবিত করত। তবে এখন এসব নিয়ে মাথা ঘামাই না।’

রাধিকাকে সর্বশেষ দেখা গেছে ‘সজিনি সিন্ধে কা ভাইরাল’ ভিডিও সিনেমায়। সিনেমাটিতে উঠে এসেছে সাইবার নিরাপত্তা নিয়ে বক্তব্য। সিনেমাটির প্রচারে হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে রাধিকা কথা বলেন সাইবার নিরাপত্তা নিয়ে, ‘সামাজিক যোগাযোগমাধ্যম আমার কাছে মুখোশের মতো। আমি অনেককেই চিনি, যারা সামাজিক মাধ্যমে নিজের আসল “চেহারা” দেখাতে চান না। ভাবেন তাঁর ভক্তরা কী ভাববেন। এ ধরনের ভাবনা খুবই দুঃখজনক। যখনই আপনার অনেক অনুসারী থাকবে, তাঁরাই আপনাকে একভাবে নিয়ন্ত্রণ করবে।’

আগামী দিনে সিনেমা ও ওয়েব সিরিজ মিলিয়ে বেশ কিছু প্রকল্পে দেখা যাবে রাধিকাকে। এর মধ্যে আছে ‘সুরারাই পতরু’র হিন্দি রিমেক। এ ছবিতে তাঁকে দেখা যাবে অক্ষয় কুমারের বিপরীতে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com