সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০১:৪৫ পূর্বাহ্ন

নিউইয়র্কের নতুন সংগঠন জেবিএ : সভাপতি শাহ নেওয়াজ সাধারণ সম্পাদক রাব্বী সৈয়দ

বাংলাদেশ ডেইলি অনলাইন:
  • আপডেট টাইম : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ৯১ বার

বাংলাদেশী অধ্যুষিত নিউইয়র্ক সিটির কুইন্স বরোর জ্যামাইকায় নতুন সংগঠন আত্ন প্রকাশ করলো। নতুন এই সংগঠনের নাম ‘জ্যামাইকা বাংলাদেশ এসোসিয়েশন ইনক’ সংক্ষেপে ‘জেবিএ’। প্রবাসী বাংলাদেশীদের এক সভায় নবগঠিত জেবিএ’র আগামী দুই বছরের জন্য উপদেষ্টা পরিষদ ও কার্যকরী পরিষদ ঘোষণা করা হয়। শুক্রবার (১০ নভেম্বর) সন্ধ্যায় জ্যামাইকার একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত সংগঠনের প্রথম সভায় ঘোষিত নতুন কমিটির সভাপতি মনোনীত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহ নেওয়াজ এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন কমিউনিটি অ্যাক্টিভিষ্ট রাব্বী সৈয়দ। উল্লেখ্য, নিউইয়র্ক সিটির বৃহত্তর জ্যামাইকায় ক্রমবর্ধমান বাংলাদেশী কমিউনিটির শিল্প, সংস্কৃতি সহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডেকে আরো সু-শৃঙ্খল ও গতিশীল করার লক্ষ্যে একটি ঐক্যবদ্ধ সামাজিক সংগঠনের প্রত্যাশাই নতুন সংগঠনের লক্ষ্য বলে সংশ্লিস্টরা জানান। খবর ইউএনএ’র।

সভাপতিহীন ব্যতিক্রমী এই সভা পরিচালনা করেন কুইন্স কমিউনিটি বোর্ড মেম্বার আহসান হাবিব। কমিউনিটির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সহ বিপুল সংখ্যক প্রবাসী বকাংলাদেশী সভায় উপস্থিত ছিলেন। সংশ্লিস্ট সুত্র জানায়, সভার প্রথম পর্বে বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের মতামত ব্যক্ত করার পর উপস্থিত চার জনকে কমিটি গঠনের দায়িত্ব দেয়া হয়। এই চার ব্যক্তি হলেন নাসির আলী খান পল, আজহারুল হক মিলন, ফখরুল আলম, মোহাম্মদ আলী, তৈয়বুর রহমান হারুন। পরবর্তীতের তাদের প্রস্তাবে জেবিএ’র প্রস্তাবিত নতুন উপদেষ্টা পরিষদ ও কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। প্রয়োজনে প্রস্তাবিত কার্যকরী কমিটি সংশোধন বা সংযোজন হতে পারে এবং উপদেষ্টা পরিষদসের সকলেই সম মর্যাদায় উপদেষ্টা হবেন বলে সংগঠনের অন্যতম উদ্যোক্তা আহসান হাবিব ইউএনএ প্রতিনিধিকে জানান।

উপদেষ্টা পরিষদ: নাসির আলী খান পল, মোর্শেদ আলম, আওয়াল সিদ্দিকী, কাজী আজহারুল হক মিলন, ফখরুল আলম, মোহাম্মদ তৈয়েবুর রহমান হারুন, আজহার হক, মোস্তাক আহমেদ নিউটন, আকাশ রহমান, এডভোকেট মতিউর রহমান, রেজাউল করীম চৌধুরী, রাফাত হোসাইন, খলিলুর রহমান, শেখ ইলিয়াস হাবীব, শাহ মোয়াজ্জেম, আলমগীর ভূইয়া, কাজী হেলাল আহমেদ, রুবাইয়া রহমান, মোহাম্মদ কবীর, আকতার রহমান ও ডা. নার্গিস রহমান।

কার্যকরী পরিষদ: সভাপতি- শাহ নেওয়াজ, সিনিয়র সহ সভাপতি- আহসান হাবিব, সহ সভাপতি মাকসুদ চৌধুরী ও রীনা সাহা, সাধারণ সম্পাদক- রাব্বী সৈয়দ, সহ সাধারণ সম্পাদক- আনজাম সিদ্দিকী রাফি, কোষাধ্যক্ষ- আহনাফ আলম, সাংগঠনিক সম্পাদক- লুৎফর রহমান, সাহিত্য সম্পাদক- মঞ্জুর কাদের, সাংস্কৃতিক সম্পাদক- আসাদুজ্জামান বাবু, সহ সাংস্কৃতিক সম্পাদক- মরিয়ম মারিয়া, প্রচার সম্পাদক- জলি আহমেদ, আইন বিষয়ক সম্পাদক- এডভোকেট কামরুজ্জামান বাবু, সমাজকল্যাণ সম্পাদক- এডভোকেট সামিউল করিম আলমগীর, ক্রীড়া সম্পাদক- সজিব চৌধুরী, দপ্তর সম্পাদক- বদরুদ্দোজা সাগর, আপ্যায়ন সম্পাদক- মোতালিব সিকদার, মহিলা বিষয়ক সম্পাদক- কবি সালেহা ইসলাম, কার্যকরী সদস্য যথাক্রমে মোহাম্মদ আলী, মোসলেহউদ্দিন খান সেলিম, ডিউক খান, সেলিম খান, ডা. নাফিসুর রহমান, শেখ হায়দার আলী, কাজী জামান বিটু, সুলতান বোখারী, শিবলী নোমানী, মনিউর রহমান জাহাঙ্গীর, শামস চৌধুরী রুশো, সোহেল সীমান্ত, হাফিজ উদ্দিন, ডা. আইরুন নাহার রুলী, নাজিয়া জাহান, মাহবুবুল ফিরোজ, হুমায়ুন কবীর তুহিন ও মোস্তফা অনিক রাজ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com