সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০১:৪৫ পূর্বাহ্ন

কুইন্সে গড় বাসা-বাড়ির ভাড়া বেড়েছে ৩ ভাগ

বাংলাদেশ ডেইলি অনলাইন:
  • আপডেট টাইম : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ৮৬ বার

কুইন্সে ২০২৩ সালের অক্টোবর মাসের গড় ভাড়া গত বছরের একই সময়ের তুলনায় ২.৯৪ ভাগ বেড়েছে বলে এমএনএস রিয়েল এস্টেটের এক জরিপে জানা গেছে।

বাস্তবে দুই বেডরুম ইউনিটের ভাড়া ০.৪৮ ভাগ কমে ৩,৪৪১ ডলার থেকে ৩,৪২৪ ডলার হলেও বার্ষিক হিসাবে ভাড়া বৃদ্ধিই দেখাচ্ছে। এর কারণ হলো স্টুডিও (৫.৪০ ভাগ) এবং এক বেডরুমের (৫.৪৬ ভাগ) ভাড়া বৃদ্ধি। স্টুডিও ইউনিটের জন্য ভাড়া ২,১৪০ ডলার থেকে বেড়ে হয়েছে ২,২৫৬ ডলার। আর এক বেডরুম ইউনিটের ভাড়া ২,৫৮৮ ডলার থেকে বেড়ে হয়েছে ২,৭২৯ ডলার।

গত বছরের অক্টোবরের তুলনায় চলতি বছরের অক্টোবরে গড় ভাড়া বৃদ্ধি বেশ বড় হলেও গত বছরের একই সময়ের তুলনায় তা খুব একটা পরিবর্তিত হয়নি। মাসিক ভিত্তিতে হিসাব করলে দেখা যাবে, গড় ভাড়া ০.০৬ ভাগ কমে ২,৮০৪.৯৪ ডলার থেকে নেমে হয়েছে ২,৮০৩.১২ ডলার।

মাসিক ভিত্তিতে স্টুডিও ইউনিটের গড় ভাড়া ১.৫ ভাগ বেড়ে ২,২২২.১৯ ডলার থেকে হয়েছে ২,২৫৫.৫৭ ডলার।

প্রতিবেদনে কুইন্সের প্রতিবেশী বরোগুলোর ভাড়ার হিসাবও প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায়, সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে গড় ভাড়া বেড়েছে অস্ট্রোরিয়া (১.৯৩ ভাগ), রেগো পার্ক (১.৫ ভাগ), ফরেস্ট হিলস (০.২৮ ভাগ), আমহার্স্ট (০.৮৯ ভাগ), সানিসাইড (০.৯৫ ভাগ)। একই সময়ে লং আইল্যান্ড সিটি (০.৯৯ ভাগ), রিজউড (০.৯৭ ভাগ), ফ্লাশিং (০.৩৫ ভাগ), জ্যাকসন হাইটস (১.৪১ ভাগ), জ্যামাইকা (১.১১ ভাগ) ও উডসাইড/ম্যাশপেথে (০.৬৬ ভাগ) ভাড়া কমেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com