রাজশাহীর পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ পাঁচজন নিহত হয়েছেন।
শনিবার বিকেল ৩টার দিকে পুঠিয়ার বেলপুকুর থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে একজন মারা যান। আহতদের রামেক হাসপাতালে নেয়ার পরে মারা যায় আরো চারজন। নিহতদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।
নিহতরা হলেন আইয়ুব আলী লাবু (৩৫) ও তার বোন পারভিন বেগম (২৬) ও শারমিন খাতুন (১৮) এবং সিএনজি চালক হাতেম আলী। তাদের বাড়ি নাটোরের গুরুদাসপুর উপজেলায়। নিহতরা রাজশাহীতে চিকিৎসা নিয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে নাটোরের গুরুদাসপুরে ফিরে যাচ্ছিলেন।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র জামিরুল ইসলাম জানান, রাজশাহী-ঢাকা মহাসড়কের বেলপুকুর এলাকায় একটি ট্রাক সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি একটি দোকানে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত পাঁচজনকে রামেক হাসপাতালে নিয়ে যায় ফায়ার সার্ভিসের সদস্যরা। সেখানে চারজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল (রামেক) হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এম এ জলিল জানান, হাসপাতালে যে পাঁচজনকে আনা হয় তাদের মধ্যে দুই নারীসহ চারজন মারা গেছেন। আহত অন্য একজনের অবস্থাও সংকটাপন্ন।