করোনাভাইরাসের সংক্রমণ রুখতে কোয়ারেন্টিন না মানলে এবং এ সময় অন্য কোনো গুরুতর অপরাধ করলে সাত বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়ার আইন পাস করেছে রাশিয়া। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, ‘অ্যান্টি ভাইরাস’ শিরোনামে এ আইনটি রাশিয়ার পার্লামেন্টে পাস হয়েছে।
করোনাভাইরাসের ক্রান্তিকালে কঠিন এ আইন পাস করল রাশিয়া। বিশেষ করে মস্কোতে লকডাউনের সময় করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এ আইন করা হয়েছে।
রাশিয়ায় এ পর্যন্ত কমপক্ষে ২ হাজার ৩৩৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ১৭ জন।
ইউরোপের অন্যান্য দেশের তুলনায় রাশিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কম হওয়ায় দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, করোনাভাইরাস মোকাবিলায় তার দেশের মূল্যবান সময় হাতে রয়েছে।
গতকাল মঙ্গলবার মস্কোর একটি হাসপাতালে কোভিড-১৯ আক্রান্ত একজন রোগী পাওয়া যায়। গত সপ্তাহে পুতিনকে মস্কোর কম্মুনরকা হাসপাতাল ঘুরে দেখিয়েছিলেন তার মুখপাত্র ডেনিস প্রোটসেনকো। তবে তিনি বলছেন, করোনাভাইরাস নিয়ে চিন্তার কিছু নেই, প্রতিদিনই পরীক্ষা করা হয়েছে।
অনেক রাশিয়ানই করোনাভাইরাসে আক্রান্তের সঠিক সংখ্যা নিয়ে শঙ্কা প্রকাশ করছেন। তারা মনে করছেন, তাদেরকে ভুল তথ্য দেওয়া হচ্ছে।