হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ওয়াদুদ বলেন, রাত ৩টার পর একটি সবজি বোঝাই পিকআপ উত্তরাঞ্চল থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পিকআপটি ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা তাতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ওয়াদুদ বলেন, রাত ৩টার পর একটি সবজি বোঝাই পিকআপ উত্তরাঞ্চল থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পিকআপটি ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা তাতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পিকআপটির সামনের অংশ পুড়ে যায়। তবে কেউ হতাহত হয়নি। এ ঘটনায় সলঙ্গা থানায় মামলার প্রস্তুতি চলছে।