শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৬:৫৯ অপরাহ্ন

ঘরে ঢুকে রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ৪৬ বার

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ঘরে ঢুকে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ছয়টার দিকে উখিয়া ক্যাম্প-৪-এর ই/৪ ব্লকে ভিকটিমের নিজের ঘরে ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি শামীম হোসাইন।

নিহত যুবক সৈয়দ আলমের (২৪) পরিচয়- উখিয়ার ক্যাম্প- ৪ ব্লক-ই/৪, মো. মুছার ছেলে।

ওসি জানান, রোহিঙ্গা ক্যাম্প-৪ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সৈয়দ আলম নামে এক যুবককে বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে তার ঘরে ঢুকে ১০-১৫ জনের অজ্ঞাত দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে ও ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ভিকটিমকে ক্যাম্প-৩-এ অবস্থিত আইএমও হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

তিনি আরও জানান, এ খবর পেয়ে থানা পুলিশের একটি টিম লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com