ফ্রান্সে করোনাভাইরাসে বৃহস্পতিবার ৪৭১ জনের মৃত্যু হয়েছে। এই মহামারীতে এ পর্যন্ত যারা হাসপাতালে মারা গেছেন তাদের সংখ্যা দাঁড়িয়েছে ৪,৫০৩ জন। বাড়িতে এবং বৃদ্ধনিবাসে মৃতদের সংখ্যা এই হিসাবে অন্তর্ভুক্ত করা হয়নি। করোনা আক্রান্ত হয়ে বাড়ীতে এবং বৃদ্ধনিবাসে মারা গেছেন প্রায় ৯০০ জন।
শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা জেরোমি সালোমন সাংবাদিকদের বলেছেন, মহামারী শুরুর পর থেকে প্রাথমিক হিসাবে বৃদ্ধনিবাসে ৮৮৪ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে মৃতদের সংখ্যার সঙ্গে এই সংখ্যা যুক্ত করে মোট সংখ্যা দাঁড়িয়েছে ৫,৩৮৭ জন।
ফ্রান্সের হাসপাতালে ২৬,০০০ লোক চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে ৬,৩৯৯ জন নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন। সূত্র : বাসস