মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৬:৫২ পূর্বাহ্ন

জন্মদিনে ঘোষণা, ২৫ বছর পর জুটি বাঁধছেন করণ-সালমান

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ৬৬ বার
আজ ২৭ ডিসেম্বর বলিউডের ভাইজান সালমান খানের জন্মদিন। মেগাস্টারের জন্মদিনে যেমন উচ্ছ্বসিত ভক্ত অনুরাগীরা, তেমনি তাঁর জন্মদিনের পার্টিতে আনন্দে মেতেছেন বলিউড নামিদামি তারকারা। ভাইজানের জন্মদিন মানেই স্পেশাল কিছু। তাই এই দিনে স্পেশাল ঘোষণা দিলেন ভাইজানের পুরনো বন্ধু করণ জোহর।
সালমানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে করণ পুরনো দিনের স্মৃতিচারণ করেছেন। সেই সঙ্গে জানিয়েছেন, সালমানের সঙ্গে আগামী প্রজেক্ট আসতে চলেছে তাঁর।বলিউডের অন্যতম প্রভাবশালী নির্মাতা করণ জোহর সুপারস্টার সালমান খানের ৫৮তম জন্মদিনে তাঁর সাথে পরবর্তী প্রজেক্ট নিশ্চিত করেছেন। ২৫ বছর আগে সর্বশেষ একসঙ্গে কাজ করেছিলেন করণ সালমান।

বলিউডের অন্যতম আইকনিক চলচ্চিত্র ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর পর আর একসঙ্গে কাজ করা হয়ে ওঠেনি বলিউডের দুই মেগাস্টার সালমান খান ও নির্মাতা করণ জোহরের। গত ২৫ বছরে দুই তারকা নিজেদের নিয়ে গেছেন ভারতীয় সিনেমার সবচেয়ে উঁচু মর্যাদায়। একজন সর্বাধিক জনপ্রিয় অভিনেতা, অপরজন ভারতের এই মুহূর্তের শীর্ষ প্রভাবশালী নির্মাতা। দুজনের ব্যক্তি সম্পর্কও এককথায় দারুণ! তবু দুজনের একসঙ্গে কোনো কাজ করা হয়ে উঠেনি, যা উভয়ের ভক্তদের দীর্ঘদিনের প্রত্যাশা।
তবে সেই অপেক্ষার পালা অবশেষে শেষ হতে চলেছে।সালমানের জন্মদিনে কুছ কুছ হোতা হ্যায়’র স্মৃতিচারণ করে করণ জানিয়েছেন, ২৫ বছর আগে কোনো এক পার্টিতে এক কোনায় বসেছিলেন করণ। তখন সালমান খান এসে তাকে জিজ্ঞাসা করেন যে সে কোনায় কেন? তখন করণ জানান, তাঁর চলচ্চিত্রের জন্য তিনি অভিনেতা খুঁজে পাচ্ছেন না। এতে শাহরুখ খান মুল ভূমিকায় অভিনয় করবে তাই অন্য কেউ অভিনয় করতে চাইছেন না। তখন সালমান খান করণের সিনেমাটিতে অভিনয়ের জন্য রাজি হন।

করণ অবাক হয়ে জানান, এতে তাঁর চরিত্রটি ছোট হবে। সিনেমার দ্বিতীয়ার্ধের কিছু অংশ মাত্র। তবু সালমান রাজি হয়ে হাসিমুখে বলেন, ‘আমি অবশ্যই করবো। তোমার বাবার জন্যই করবো এটা। আমি তাকে ভালোবাসি। আর আমার বোনও তোমার কাছের একজন। তাই এটা আমিই করবো।’সেই পুরনো দিনের স্মৃতিচারণ করে করণ নিজের স্ট্যাটাসের শেষে লিখেছেন, ‘২৫বছর পরে অবশেষে আমাদের আবার বলার মতো একটি গল্প থাকবে। এর চেয়ে বেশি কিছু বলব না। শুভ জন্মদিন সালমান খান।’

এর আগে, জুম টিভির সঙ্গে একটি সাক্ষাৎকারে সালমান খান তাঁর পরবর্তী সিনেমার বিষয়ে কিছু ইঙ্গিত দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন যে তিনি সামনে ‘দ্য বুল’ নামে একটি চলচ্চিত্র করছেন। ধর্ম প্রডাকশনের ব্যানারে এটি প্রযোজনা করবেন করণ জোহর। সিদ্ধার্থ মালহোত্রা-কিয়ারা আদভানি অভিনীত জাতীয় পুরস্কার বিজয়ী চলচ্চিত্র ‘শেরশাহ’-এর পরিচালক বিষ্ণুবর্ধন সালমানের সিনেমাটি পরিচালনা করবেন।  শোনা যাচ্ছে, এই অ্যাকশন থ্রিলারে আধাসামরিক বাহিনীর অফিসারের ভূমিকায় দেখা যাবে সালমানকে। এটি সম্পর্কে আর বিস্তারিত কিছু জানাননি অভিনেতা। ভক্তদের ধারণা মতে, এটিই হতে যাচ্ছে সালমান ও করণের ২৫ বছর পর পুনর্মিলনীর কাজ।

সালমান খানকে সর্বশেষ দেখা গেছে ‘টাইগার ৩’তে। সিনেমাটি বক্স অফিসে প্রত্যাশিত আয় করতে না পারলেও ব্যবসাসফল হয়। এতে আরো অভিনয় করেছেন ইমরান হাশমি ও ক্যাটরিনা কাইফ। একটি বিশেষ ক্যামিও চরিত্রে হাজির ছিলেন শাহরুখ খানও।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com