সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৫:২১ পূর্বাহ্ন

চকরিয়ায় বাসের সাথে লেগুনার সংঘর্ষে নিহত ৪

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ৫৬ বার

কক্সবাজারের চকরিয়ায় বাসের সাথে লেগুনার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো অন্তত ১০ জন।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে চকরিয়ার উত্তর হারবাংয়ের কলাবাগান এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন হারবাং এলাকায় মোজাফফর আহমদে ছেলে মোহাম্মদ মহিউদ্দিন (৪৫), মোস্তাক আহমেদের ছেলে রিদুয়ান (৩৫), আবদুর রশিদের ছেলে আবু বক্কর (৩৩) ও বাদশা মিয়ার ছেলে জয়নাল (৩০)। তারা সবাই বিল্ডিংয়ের ঢালাইয়ের শ্রমিক।

স্থানীয়রা জানিয়েছে, গাজীপুর থেকে আসা একটি পিকনিকের বাস হারবাং ইউনিয়নের সিটি গেটের কলাবাগান এলাকায় পৌঁছালে শ্রমিকবাহী একটি লেগুনার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসের নিচে চাপা পড়ে ১০ থেকে ১২ জন শ্রমিক। ফায়ার সার্ভিসের লোকজন এবং স্থানীয়রা তাদের উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আতিকুর রহমান চারজনকে মৃত ঘোষণা করেন।

চিরিঙ্গা হাইওয়ে পুলিশের অপারেশন অফিসার খোকন কান্তি রোদ্র ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, লাশ উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে এবং আইনি পদক্ষেপের ব্যবস্থাগ্রহণ করা হচ্ছে।

দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি আটক করা হয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com