সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১২:৩৪ অপরাহ্ন

আমেরিকায় ২৪ ঘণ্টায় করোনা কেড়ে নিল ১৪৮০ জনের প্রাণ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৪ এপ্রিল, ২০২০
  • ২৫৬ বার

আমেরিকায় করোনা আক্রান্ত হয়ে আরও ১৪৮০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে শনিবার সকাল পর্যন্ত সেখানে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৪০৬ জনে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বরাতে সৌদি আরবের সরকারি গণমাধ্যম আলআরাবিয়া জানিয়েছে, যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবার ও শুক্রবার মধ্যে কোভিড-১৯ আক্রান্ত হয়ে প্রায় ১৫০০ জন মারা গেছে। এখন পর্যন্ত একদিনে এটিই দেশটিতে মধ্যে সর্বাধিক মৃত্যু।

এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রে একদিনে করোনায় আক্রান্ত হয়ে ১ হাজার ১৬৯ জন মারা গিয়েছিল। কিন্তু গত ২৪ ঘণ্টায় মৃতের সেই রেকর্ড ভেঙে দিল।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট ২ লাখ ৭৭ হাজার ৯৫৩ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৭ হাজার ৪০৬ জনের।

তবে মৃতের হিসাবে শীর্ষে রয়েছে ইতালি। দেশটিতে মৃতের সংখ্যা ১৪ হাজার ৬৮১। আর আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৯ হাজার ৮২৭ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। করোনাভাইরাস বৈশ্বিক মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ১৮১টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ১১ লাখ ছাড়িয়েছে। এর মধ্যে ৫৯ হাজার ২৩৬ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ২৯ হাজার ২৮৬ জন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com