নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটি’র কার্যকরী সদস্য, বৃহত্তর কুমিল্লা সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি এবং যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক আজাদ বাকির নিউইয়র্কের এলমহার্স্ট হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহী রাজিউন)। নিউইয়র্কের এলমহার্স্ট হাসপাতালে প্রায় ৭ দিন ধরে চিকিৎসাধীন থাকার পর আজ ৬ এপ্রিল সোমবার ভোর রাত ৩.৪০ মিনিটে ইন্তেকাল তিনি করেন।
আজাদ বাকিরের ছেলে রোহান হোসেন এবং বন্ধু যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
আজাদ বাকির গত ৩১ মার্চ সকাল সাড়ে ১১ টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এলমহার্স্ট হাসপাতালে ভর্তি হন। সেখানেই তিনি লাইফ সাপোর্টে ছিলেন।
আজাদ বাকির নিউইয়র্কের কুইন্সে বসবাস করতেন। তার দেশের বাড়ি বৃহত্তর কুমিল্লায়।এদিকে, মরহুম আজাদ বাকিরের আত্মার মাগফেরাত কামনায় তার পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে। তার মরদেহ দাফনের সময় সূচি এখনো নির্ধারিত হয়নি।বাংলাদেশী কমিউনিটির প্রিয়মুখ আজাদ বাকিরের মৃত্যুতে নিউইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের বাঙালী কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে বাংলাদেশ সোসাইটি, বৃহত্তর কুমিল্লা সমিতি, বিভিন্ন রাজনীতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠন সহ বাংলাদেশী কমিটির নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ বলেন, যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের সুখ-দুঃখে এগিয়ে আসা বাংলাদেশী কমিউনিটির অকৃত্রিম বন্ধু ছিলেন আজাদ বাকির।
উল্লেখ্য, আজাদ বাকির বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে প্রবাসী বাংলাদেশী কমিউনিটির উন্নয়নে কাজ করে গেছেন। তিনি মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশ সোসাইটির কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে যুক্তরাষ্ট্র প্রবাসী বৃহত্তর কুমিল্লাবাসীর সর্ববৃহৎ সংগঠন বৃহত্তর কুমিল্লা সমিতির সাধারণ সম্পাদক ও সভাপতির এবং যুক্তরাষ্ট্র বিএনপির সহ সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বহু সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন।