শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৫:৫৩ অপরাহ্ন

সাতক্ষীরার সাবেক এমপি এম এ জব্বারের মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০
  • ২৭৩ বার

সাতক্ষীরা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এম এ জব্বার মারা গেছেন।

মঙ্গলবার সকাল ১০টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

সাবেক এমপি এম এ জব্বার দেশের একজন প্রতিষ্ঠিত ঠিকাদার ছিলেন। কয়েক বছর আগে স্ট্রোক করার পর থেকেই অসুস্থ ছিলেন তিনি।

এম এ জব্বার মহাজোটের প্রার্থী হিসেবে সাতক্ষীরা সদর আসনে নির্বাচন করে জয়লাভ করেন এবং তিনিই প্রথম সাতক্ষীরা থেকে জামায়াতের রাজনীতি উৎখাতে উঠেপড়ে লাগেন।

এম এ জব্বারের মৃত্যুর খবর নিশ্চিত করে সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু বলেন, তার জানাজার নামাজ কখন এবং কোথায় হবে তা এখনো সিদ্ধান্ত হয়নি।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com