মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০২:৪৬ পূর্বাহ্ন

অবশেষে দেখা মিলল সিয়ামের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ৭৯ বার

অনেক দিন ধরেই সিয়াম আহমেদের নতুন কোনো কাজের খবর পাওয়া যাচ্ছিল না। কেউ কেউ তো এমনও বলছিলেন, সিয়ামের হাতে নতুন কাজ নেই! তবে গতকাল মঙ্গলবার রাতে জানা গেলো, নতুন কাজ নিয়ে আসছেন হালের জনপ্রিয় এই চিত্রনায়ক। প্রকাশ্যে এসেছে তার নতুন সিরিজের পোস্টার। যেখানে এই অভিনেতাকে চেনা দায়!

সরু গোঁফ, সিঁথি করা চুল, চোখে মোটা ফ্রেমের চশমা আর গায়ে সাদামাটা শার্ট-এমন অবতারে এর আগে কখনও দেখা যায়নি সিয়ামকে। আর এই ব্যতিক্রম রূপে তাকে পর্দায় আনছেন নির্মাতা ভিকি জাহেদ। সিরিজের নাম ‘টিকিট’। এর পোস্টারে সিয়ামের পাশাপাশি দেখা গেছে মনোজ প্রামাণিক ও সাফা কবিরকেও।

সিয়াম বলেন, ‘এই সিরিজে আমার চরিত্রের নাম সালেক। চরিত্রটা আমি ঠিক কতখানি করতে পারব, সেটা নিয়ে বেশ সংশয় ছিল আমার মাঝে। তবে ভিকি ভাই সবচেয়ে বেশি কনফিডেন্ট ছিলেন। সাহস দিয়েছেন। ওনার কারণেই আমি সালেক চরিত্রটা করতে পেরেছি।’

নির্মাতা ভিকি জাহেদ বলেন, ‘আমি ঠিক যেরকম কাজ করি, এটা তার থেকে আলাদা। এটা স্যাটায়ার, ব্ল্যাক কমেডি এবং থ্রিলারের মিশেল। কমেডি জনরা নিয়ে কাজ করিনি তাই একটু অন্যরকম কিছু করার চেষ্টা করেছি। দর্শকরা মজা পাবেন। প্রত্যেকটি চরিত্রকেই একটু নতুনভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি, তাদেরকে আগে কেউ এভাবে দেখেনি। প্রত্যেকেই বেশ ভালো করেছেন।’

জানা গেছে, ৬ পর্বের এই সিরিজে আরও অভিনয় করেছেন আব্দুল্লাহ আল সেন্টু, জয়রাজ, এ কে আজাদ সেতু, মাহমুদ আলম, বাদল শহীদ, মার্শিয়া শাওন, রেজান শোভনসহ অনেকে। এটি নির্মিত হয়েছে আলোচিত লেখক মোহাম্মদ নাজিম উদ্দিনের গল্প অবলম্বনে। শিগগিরই ‘টিকিট’ ওটিটি প্ল্যাটফর্ম চরকি-তে আসবে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com