বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ১১:২৬ অপরাহ্ন

আজ মাঠে গড়াচ্ছে বিপিএল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪
  • ৭৩ বার

দেশের ক্রিকেটের সবচেয়ে বড় আসর মাঠে গড়াচ্ছে আজ, বসতে যাচ্ছে চার-ছক্কার রমরমা হাট। ভিন্ন এক আমেজে, একটা উৎসবে মেতে উঠবে ক্রিকেট পাড়া। ঐক্যের সুর ছেড়ে দেখা দেবে তুমুল প্রতিদ্বন্দ্বিতা। লড়াইটা শিরোপার, ‘বিপিএল’ ট্রফিটায় চুমু আঁকার।

শুক্রবার পর্দা উঠতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের।

প্রতিবারের মতো সাদাসিধেভাবেই গড়াবে এবারের আসর। উদ্বোধনী ম্যাচে বেলা আড়াইটায় মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও দুর্দান্ত ঢাকা। মিরপুরে হোম অফ ক্রিকেটে আতিথ্য নেবে উভয় দল।

সাত দলের অংশগ্রহণে দেশের তিন ভেন্যুতে ৪২ দিনে অনুষ্ঠিত হবে মোট ৪৬ ম্যাচ। ফাইনাল ১ মার্চ। মিরপুর তো বটেই, সিলেট ও চট্টগ্রামেও ব্যাটে-বলে মুন্সিয়ানা দেখাবেন ক্রিকেটাররা। এখান থেকেই বেরিয়ে আসবে নতুন নতুন তারকা।

এবারের অংশগ্রহণকারী সাত দল :
দুর্দান্ত ঢাকা, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল, সিলেট স্ট্রাইকার্স, খুলনা টাইগার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

এবারের আসর বিপিএলের দশম প্রতিযোগিতা। ২০১২ সাল থেকে হয়ে আসছে এই শিরোপার লড়াই। যেখানে এখন পর্যন্ত সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। চারবার শিরোপা উল্লাস করেছে তারা। একাধিকবার জিতেছে ঢাকাও। রংপুর, রাজশাহীও করেছে শিরোপা উল্লাস।

নানা ইস্যুতে টুর্নামেন্ট মাঠে গড়ানোর আগে বরাবরই সমালোচনায় থাকে বিপিএল। দফায় দফায় তা বদলানোর আশ্বাস দিলেও এখনো তা পূরণ হয়নি। তবে এবার ভিন্ন কিছু দেখাতে বদ্ধপরিকর পরিচালনা কমিটি। যদিও বিতর্ক এড়ানোর সুযোগ নেই। সেই পুরনো জৌলুশ যে ফেরানো যাচ্ছে না কোনোভাবেই।

বিপিএলে ব্যাট হাতে রাজত্ব তামিম ইকবালের। সর্বোচ্চ দুই হাজার ৯৩০ রান তার। আর মাত্র ৭০ রান হলেই প্রথম ক্রিকেটার হিসেবে বিপিএলে তিন হাজার রান করবেন তিনি। দুই হাজার ৮৮২ রান মুশফিকুর রহিমের। তাছাড়া মাহমুদউল্লাহ দুই হাজার ২৮৩ ও ইমরুল কায়েস করেন দুই হাজার ১৮৮ রান। সাকিবের ব্যাটে এসেছে দুই হাজার ১৪২ রান।

বল হাতে সর্বোচ্চ ১৩২ উইকেট সাকিব আল হাসানের। তিনি ছাড়া আর তিন অঙ্কের ঘর ছুঁয়েছেন আরো একজন, রুবেল হোসেন। ১১০ উইকেট তার। ৯৭ উইকেট আছে মাশরাফী বিন মর্তুজার, ৮৯ উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ।

আগের নয় আসরে চারবার টুর্নামেন্ট-সেরা হয়েছেন সাকিব আল হাসান। এছাড়া মাহমুদউল্লাহ রিয়াদ, আসহার জাইদি, নাজনুল হোসেন শান্ত, ক্রিস গেইল একবার করে জিতেছেন একবার করে। এবারো সাকিব, শান্ত, মাহমুদউল্লাহরা থাকবেন দৌড়ে।

এবারো পরিবর্তন নেই বিপিএলের প্রাইজমানির। মোট চার কোটি টাকা প্রাইজমানি রয়েছে এবারের আসরে। চ্যাম্পিয়ন দল পাবে দু’কোটি টাকা। রানার্সআপ পাবে এক কোটি। টুর্নামেন্ট সেরা ক্রিকেটার পাবেন ১০ লাখ টাকা। পুরস্কার পাবেন সেরা বোলার, সেরা ব্যাটারও।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com