পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অনাপত্তিপত্রের জন্য অপেক্ষা না করেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে এসেছিলেন মোহাম্মদ হারিস। অপেক্ষায় ছিলেন, এদেশে বসেই অনাপত্তিপত্র পেয়ে যাবেন। তবে সে আশায় গুঁড়েবালি। হারিসকে অনাপত্তিপত্র দেয়নি পিসিবি। ফলে পাকিস্তানে ফিরে যাচ্ছেন তিনি।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে এবার মাঠ মাতানোর কথা ছিল ওপেনার হারিসের। এরই মধ্যে বিপিএলে দুইটি ম্যাচ খেলে ফেলেছে চট্টগ্রাম। তবে অনাপত্তিপত্র না দেওয়ায় হারিসকে এই দুই ম্যাচে মাঠে নামায়নি ফ্র্যাঞ্চাইজিটি।
আজ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের দেওয়া এক সংবাদ বিজ্ঞপিতে বলা হয়, হারিসকে পিসিবি থেকে বিপিএল খেলার জন্য অনাপত্তিপত্র দেওয়া হবে না। তাই আজ রাতের ফ্লাইটে দেশে ফিরে যাবেন তিনি। মূলত, পিসিবির সঙ্গে হারিসের চুক্তি হচ্ছে, বছরে দুইটি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে পারবেন হারিস। এরই মধ্যে সেই কোটা পূরণ করে ফেলেছেন তিনি।
হারিসের মতো এবারের বিপিএলে খেলতে পারছেন না ফখর জামানও। টপ অর্ডার এই ব্যাটারকেও অনাপত্তিপত্র দেয়নি পিসিবি। গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলার কথা ছিল ফখরের।
যদিও পাকিস্তানের বেশ কিছু তারকা এবারের বিপিএলে খেলছেন। এরই মধ্যে মাঠে নেমেছেন খুলনা টাইগার্সের ফাহিম আশরাফ, ফরচুন বরিশালের জার্সিতে দেখা যাচ্ছে শোয়েব মালিক ও মোহাম্মদ ইমরান, রংপুর রাইডার্সের সালমান ইরশাদ। নিউজিল্যান্ড সফর শেষে আসার কথা বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, সাইম আইয়ুবদেরও। রংপুর রাইডার্সে বাবর, কুমিল্লা ভিক্টোরিয়ানসে রিজওয়ান ও সাইম খেলবেন দুর্দান্ত ঢাকায়।