বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৪:০৯ অপরাহ্ন

নিউইয়র্কে বেকার ভাতার জন্য ফোন কল করতে হবে না

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১১ এপ্রিল, ২০২০
  • ২৭৩ বার

নিউইয়র্কে বেকার ভাতা পাওয়ার জন্য প্রতিদিন হাজার হাজার মানুষ শ্রম বিভাগে য়োন করে হতাশ হয়েছেন। এখন থেকে তাদের আর ফোন করতে হবে না। আবেদন করার ৩ দিনের মধ্যে শ্রম বিভাগ নিজে ফোন করবে। এজন্য এক হাজার কল সেন্টার কাজ শূরু করেছে। নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো বৃহস্পতিবার বিকেলে ঘোষণা তার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে গনমাধ্যমকে এই তথ্য জানান। এই কার্যক্রমে গুগল সহযোগীতা করছে।

কুওমো বলেছিলেন, আপনি যখন থেকে বেকার হয়েছেন তখন থেকেই ভাতা পাবন। আমাদের নতুন সিস্টেমটি আপনার জন্য কাজ করছে কিনা তা আমাদের জানতে দিন। jessyedwards@me.com এই ইমেইলে আপনার কথা আমাদের জনান।

নিউইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অফ লেবার বেকার ভাতা আবেদনের সবচেয়ে বড় সমস্যাটি হল অনলাইনে বেকারত্বের জন্য ফাইল করার পরে, অনেক আবেদনকারীকে তাদের বিবরণ যাচাই করার জন্য বিভাগকে ফোন করতে বলা হয়েছিল। জনবলের অপর্যাপন্তার কারনে লাখ লাখ ফোনের উত্তর দেওয়া সম্ভব হয়নি।

নিউইয়র্ক অঙ্গরাজ্য বৃহস্পতিবার জানিয়েছে , এ পর্যন্ত ৮,১০,০০০ জনের বেকার ভাতার আবেদন করেছে। এর মধ্যে ৬লাখের আবেদন প্রক্রিয়াজাত করা হয়েছে। দুই লাখেরও এরও বেশি আবেদন এখনও অনিশ্চয়তায় রয়েছে।

নিউ ইয়র্কে বসবাসকারিদের যারা সাপ্তাহিক বেকার ভাতার জন্য আবেদন করেছেন তাদের অনেকে এই প্রতিবেদককে শ্রম বিভাগে হাজার বার কল করার কথা জানিয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় নিউইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অফ লেবার ডিপার্টমেন্টের ওয়েব সাইটে নতুন অ্যাপ্লিকেশনগুলি সম্পূর্ণরূপে পাওয়া যাবে। বেকার ভাতার সুবিধা এখন ৩৯ সপ্তাহ পর্যন্ত পাবেন বুধবারের আগে ছিলো ২৬ সাপ্তাহের জন্য। প্রচলিত সুবিধার বাহিরে প্রত্যেক আবেদন কারি অতিরিক্ত ছয় শত ডলার পাবেন বলে শ্রম বিভাগ জানিয়েছে।

যুক্তরাষ্ট্রে করোনা মহামারিরর আগে বেকারত্বের হার ছিলো শতকরা সাড়ে ৩ ভাগ। এখন হয়েছে ১৩ শতাংশ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com