ওয়ানডেতে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারালেন সাকিব আল হাসান। সাবেক টাইগার অধিনায়ককে টপকে সিংহাসন দখল করেছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী।
দীর্ঘ ৫ বছর পর ওয়ানডেতে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারালেন সাকিব আল হাসান। আইসিসির প্রকাশিত সবশেষ হালনাগাদে দেখা যায়, ৩১০ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে এসেছেন সাকিব। শীর্ষস্থান দখল করা মোহাম্মদ নবীর পয়েন্ট ৩১৪। আর ২৮৮ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা।
সবশেষ গত বছর ওয়ানডে ক্রিকেট খেলেছেন সাকিব। ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পর আর ৫০ ওভারের ক্রিকেট খেলার সুযোগ হয়নি তার। গত ৬ই নভেম্বর সেই ম্যাচে বাংলাদেশকে জিতিয়ে ম্যাচসেরাও হয়েছিলেন অলরাউন্ড পারফরম্যান্স দেখানো সাকিব। এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বল হাতে ১ উইকেট নেয়ার পর ব্যাটিংয়ে ১৩৬ রান করেন নবী। এতেই সাকিবকে পেছনে ফেলে র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান অর্জন করলেন আফগান অলরাউন্ডার।
ওয়ানডেতে শীর্ষস্থান হারালেও টি-টোয়েন্টির অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে সিংহাসন ধরে রেখেছেন সাকিব। ২৫৬ রেটিং পয়েন্ট টাইগার অলরাউন্ডারের।