রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৮:১৩ অপরাহ্ন

রমজান শুরুতেই কেনাকাটার ধুম : গ্রোসারী বাজারে ক্রেতাদের ভিড়

বাংলাদেশ ডেইলি অনলাইন:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ৯৬ বার

পবিত্র রমজান শুরুর একদিন আগেই কেনাকাটার ধুম পড়ে যায় নিউইয়র্কের গ্রোসারী বাজারে। সেহরি-ইফতারের বাজার সদাই করতে গত শনিবার (৯ মার্চ) সকাল থেকে গভীর রাত পর্যন্ত গ্রোসারী শপগুলোতে ছিলো ক্রেতাদের ভিড়। এসময় ক্রেতাদের চাপ সামলাতে হিমসিম খেতে হয় দোকানীদের। বিশেষ করে খেজুর, ছোলা, বুট, পোলাওয়ের চাল, ফলমুল এবং শরবতের আইটেম সংগ্রহে ক্রেতাদের ভিড় ছিলো লক্ষণীয়। জ্যাকসন হাইটসের বাংলাদেশী গ্রোসারী পণ্যের দোকানগুলোতে শনিবার বছরের সবচেয়ে জমজমাট বিকিকিনি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। কোন কোন দোকানী জানান, রমজান উপলক্ষে বিক্রি বাড়ায় বেশ কিছু পণ্যে মূল্যছাড় দিয়েছেন তারা। ফলে ক্রেতারা সচ্ছন্দে কেনাকাটা করছেন। অধিকাংশ পণ্যের দাম নিয়ে সন্তুষ্ঠি প্রকাশ করলেও পেঁয়াজের দাম নিয়ে ক্রেতারা অস্বস্তি প্রকাশ করেছেন।

শুধু জ্যাকসন হাইটস নয়, নিউইয়র্ক সিটির বাংলাদেশ অধ্যুষিত জ্যামাইকা, ওজনপার্ক, ব্রঙ্কস, ব্রুকলীন প্রভৃতি এলাকার বাংলাদেশী মালিকানাধীন গ্রোসারীগুলোতে রমজান উপলক্ষ্যে কেনাকাটায় বেশ ভীড় পরিলক্ষিত হয়। ব্যবসায়ীরা জানান, গ্রোসারীগুলোতে পর্যাপ্ত পরিমান খাবার মজুত রয়েছে। ক্রেতাদের চাহিদা পূরণে কোন সমস্যা হবে না। তবে পেঁয়াজ সহ কিছু কিছু পণ্যের দাম একটু বেশী বলে তারা স্বীকার করেন।

এদিকে পবিত্র রমজান উপলক্ষ্যে জ্যামাইকার (১৪৪-০১ হিলসাইড এভিনিউ) আফতাব গ্রোসারী সুপার মার্কেট সহ অনেক দ্রব্য সামগ্রী কেনাকাটায় গ্রোসারী স্টোরে বিশেষ সেল প্রদান করা হয়েছে বলে সংশ্লিস্ট ব্যবসায়ী মালিক জানান। আফতাব সুপার মার্কেটে মাছ-মাংস, শাক-সবজী সহ অনেকে আইটেমেই বিশেষ ছাড় দেয়া হয়েছে। সপ্তাহের প্রতি শনিবার ও রোববার চলছে ‘মাছ মেলা’ মার্কেটটিতে রয়েছে ফ্রি পার্কি-এর সুবিধা।

এছাড়াও জ্যামাইকার ফাতেমা গ্রোসারী, কাওরান বাজার সুপার মার্কেট, ফ্রেস সুপার মার্কেট, আল আকসা সুপার মার্কেট, জ্যাকসন হাইটসের ইত্যাদি, খামারবাড়ী, মান্নান, ব্রঙ্কসের আল আকসা সুপার মার্কেট প্রভৃতি গ্রোসারী স্টোরগুলোতে রমজান উপলক্ষ্যে বিশেষ সামগ্র বিশেষ সেল চলছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com