শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৫:৩০ পূর্বাহ্ন

সোনারগাঁওয়ে ডাকাতদের গণপিটুনি, নিহতের সংখ্যা বেড়ে ৪

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ৫৭ বার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রামবাসীর গণপিটুনিতে নিহত ডাকাতের সংখ্যা বেড়ে চারজন হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

রোববার গভীর রাতে উপজেলার সাদিপুর ইউনিয়নের বাগরী গ্রামে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে পুলিশ সুপার (বি সার্কেল) শেখ বিল্লাল হোসেন জানান, সোনারগাঁওয়ের ঘটনায় এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবর আছে। এছাড়া একজন আহত হয়েছে।

তিনি বলেন, ‘আমাদের পুলিশ ঘটনাস্থালে আছেন, তারা এ বিষয়ে কাজ করছেন।’

সোনারগাঁও থানার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মহসিন মিয়া জানান, বাগরী গ্রামে পুলিশ মোতায়েনের পাশাপাশি নিহতের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় সোমবার সোনারগাঁ থানায় মামলা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com