যশোরের চৌগাছা উপজেলায় দু’জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের একজন শিশু (১৩) আর অপরজন নারী (৩৭)।
এ খবর প্রকাশের পর এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
চৌগাছা হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার অন্য রোগীদের মতো হাসপাতালের আউট ডোরে চিকিৎসা সেবা নিতে যান এ দু’জন। এ সময় চিকিৎসকদের সন্দেহ হলে তাদের নমুনা সংগ্রহ করেন। পরে আরো দু’জনের নমুনাসহ মোট চারজনের নমুনা পরীক্ষার জন্য যবিপ্রবি ল্যাবে পাঠানো হয়। বুধবার চারজনের মধ্যে দু’জনের রিপোর্ট পজেটিভ এসেছে।
এ বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা লুৎফুন নাহার বলেন, মঙ্গলবার মোট চারজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য যবিপ্রবি ল্যাবে পাঠানো হয়। আজ সকালে সেই নমুনা পরীক্ষার ফল সিভিল সার্জন অফিস থেকে নিশ্চিত হয়েছি।
পৌর মেয়র নুর উদ্দিন আল-মামুন হিমেল বলেন, আমি সকালে ঘটনাটি শুনেছি। দুটি বাড়ি লকডাউন করা হয়েছে। খোঁজ নেয়া হচ্ছে তারা কোথায় কোথায় গিয়েছে আর কাদের সাথে চলাফেরা করেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, মৌখিকভাবে বিষয়টি নিশ্চিত হয়েছি। এখন রোগীদের সংস্পর্শে যারা এসেছিলেন তাদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হবে এবং ওই বাড়িগুলো লকডাউন করা হবে।