বরগুনা জেলায় নতুন করে আরো তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে একজনের বাড়ি বরগুনা সদর, একজনের বাড়ি আমতলী এবং অপরজনের বাড়ি বামনা উপজেলায়। তবে পাথরঘাটা এবং তালতলী উপজেলায় এখনও পর্যন্ত কেউ আক্রান্ত হয়নি।
বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনার সিভিল সার্জন ডা. হুমায়ূন শাহিন খান।
এ নিয়ে জেলায় মোট ২০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন দু’জন।
আক্রান্ত অন্যরা হলেন, বামনা উপজেলার পাঁচজন, বেতাগী উপজেলার দু’জন, আমতলী উপজেলার চারজন এবং সদর উপজেলার নয়জন রয়েছেন।
এ বিষয়ে বরগুনার সিভিল সার্জন হুমায়ুন শাহীন খান বলেন, প্রাপ্ত ফলাফলে আরো তিনজন ব্যক্তির শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এরা প্রত্যেকেই স্থানীয় অধিবাসী।