বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
নিরবের পরকীয়ার অভিযোগ নিয়ে সুর পাল্টালেন স্ত্রী ড. ইউনূসের সঙ্গে বৈঠকে কী কথা হলো, জানালেন মির্জা ফখরুল ভারত থেকে চিন্ময়ের মুক্তি দাবি কিসের আলামত, প্রশ্ন রিজভীর আইনজীবী হত্যার ভিডিও ফুটেজ দেখে গ্রেফতার ৬ : প্রেস উইং চিন্ময় ইস্যুতে ভারতের বিবৃতি দেয়া অনধিকার চর্চা : উপদেষ্টা নাহিদ রয়টার্সের মনগড়া সংবাদের প্রতিবাদ জানালো সিএমপি হাইকোর্টের নজরে ইসকন-চট্টগ্রামের ঘটনা : আদালতকে পদক্ষেপ জানাবে সরকার ইসকন ইস্যুতে দেশি-বিদেশি ইন্ধন থাকতে পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা চট্টগ্রামে আইনজীবী হত্যা, যে নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা স্বৈরাচার পালিয়ে গেলেও তাদের লেজ রেখে গেছে : তারেক রহমান

করোনা নিয়ে ঢাকা থেকে পালানো দম্পত্তি আটক রাজবাড়িতে, অতঃপর

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৫ এপ্রিল, ২০২০
  • ২৩৯ বার

ঢাকা থেকে পালিয়ে কুষ্টিয়ায় আসার সময় পথিমধ্যে রাজবাড়ী জেলায় পুলিশের হাতে আটক হয়েছেন করোনাভাইরাসে আক্রান্ত স্বামী-স্ত্রী। রাজবাড়ী জেলার স্বাস্থ্য বিভাগ আক্রান্ত ওই দম্পতিকে তাদের জেলায় চিকিৎসা দিতে অপারগতা প্রকাশ করায় এ নিয়ে কুষ্টিয়া ও রাজবাড়ী জেলার মধ্যে টানাপোড়েন সৃষ্টি হয়। দফায় দফায় আলোচনা ও নানা ঘটনার পর শেষ পর্যন্ত শুক্রবার রাতে ওই দম্পতির ঠাঁই হয়েছে কুষ্টিয়া জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য নির্ধারিত আইসোলেশন ওয়ার্ডে। আক্রান্ত ওই দম্পতি তাদের পাঁচ বছর বয়সী একমাত্র মেয়েকে নিয়ে রাজধানীর কামরাঙ্গীর চর এলাকায় বসবাস করেন। পেশায় প্রাইভেটকার চালক ওই ব্যক্তি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের বাসিন্দা।

শুক্রবার রাতে রাজবাড়ি থেকে কুষ্টিয়া আসার পথে মোবাইলে প্রাইভে চালক জানান, গত ১৬ এপ্রিল হঠাৎ করে তার স্ত্রী জ্বরে আক্রান্ত হন। ওষুধ খাওয়ার পর তিন দিনের মাথায় জ্বর ভালো হয় যায়। শুধু কাশি থেকে যায়। স্ত্রীর জ্বর ভালো হয়ে গেলে তিনি জ্বরে আক্রান্ত হন। দু’দিনের মধ্যে তার জ্বরও ভালো হয়ে যায়। স্বামী-স্ত্রী দু’জনের জ্বর হওয়ার বিষয়টি তিনি তার গাড়ির মালিক সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. ওমর ফারুককে জানালে তিনি তাদেরকে করোনা টেস্ট করানোর পরামর্শ দেন।

১৯ এপ্রিল তিনি বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়ে আসেন। একদিন পর ২১ এপ্রিল সেখান থেকে জানানো হয় তার করোনা পজিটিভ। পর দিন ২২ এপ্রিল স্ত্রী আর মেয়েরও করোনা পরীক্ষা করানো হয়। ২৩ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে হাসপাতাল থেকে মুঠোফোনে জানিয়ে দেয়া হয় তার স্ত্রীও করোনা পজিটিভ। তবে মেয়ের রিপোর্ট নেগেটিভ।

তবে তারা কিভাবে কার সংস্পর্শে এসে করোনায় আক্রান্ত হলেন তা জানাতে পারেননি। তিনি বলেন, বেশ কিছুদিন ধরে তিনি সপরিবারে বাসাতেই অবস্থান করছিলেন। করোনার প্রাদুর্ভাবের কারণে তিনি প্রাইভেটকার চালানোর ডিউটি থেকেও বিরত ছিলেন। তবে তিনি যেখানে বসবাস করেন সেই কামরাঙ্গীর চর এলাকাটা অনেক ঘিঞ্জি ও ঘনবসতিপূর্ণ। তার ধারণা এলাকার কারও সংস্পর্শে এসে তারা স্বামী-স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি জানান, করোনা পজিটিভ হলেও তারা মোটামুটি সুস্থ। তাদের শরীরে তেমন কোনো উপসর্গ নেই। ঢাকা থেকে কুষ্টিয়ায় আসার কারণ কী জানতে চাইলে বলেন, মেয়েকে কে দেখবে? দু’জনই যেহেতু আক্রান্ত, মেয়ের কথা চিন্তা করেই মূলত তারা কুষ্টিয়ায় গ্রামের বাড়িতে আসার সিদ্ধান্ত নেন।

তিনি আরো জানান, শুক্রবার সকাল ৭টার দিকে ঢাকা থেকে ভেঙে ভেঙে কখনো ট্রাকে করে আবার অটোতে করে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে এসে পৌঁছান বিকেল ৫টার দিকে। ফেরিতে করে রাজবাড়ী বড়পুল এলাকায় এসে পৌঁছালে পুলিশের হাতে আটক হন।

এ সময় জিজ্ঞাসাবাদে তারা পুলিশের কাছে তাদের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি জানিয়ে কুষ্টিয়ায় গ্রামের বাড়িতে যেতে দেয়ার অনুরোধ করেন। রাজবাড়ী জেলায় পুলিশের হাতে করোনা আক্রান্ত স্বামী-স্ত্রী আটক হওয়ার পর এ নিয়ে সেখানে তোলপাড় শুরু হয়। করোনা আক্রান্ত স্বামী-স্ত্রীকে নিয়ে বেকায়দায় পড়ে যায় পুলিশ।
রাজবাড়ী জেলার স্বাস্থ্য বিভাগও আক্রান্ত স্বামী-স্ত্রীকে তাদের জেলায় চিকিৎসা প্রদান করতে অস্বীকৃতি জানায়। উপায়ান্তর না পেয়ে পুলিশ তাদেরকে ঢাকায় ফেরৎ পাঠানোর উদ্যোগ নিলে তারা ঢাকায় ফিরে যেতে অস্বীকৃতি জানান।

রাজবাড়ীর সিভিল সার্জন, জেলা প্রশাসক ও পুলিশ সুপার বিষয়টি কুষ্টিয়ার সংশ্লিষ্টদের অবহিত করেন। কিন্তু কুষ্টিয়ার সিভিল সার্জনও ঢাকাফেরত করোনা আক্রান্ত স্বামী-স্ত্রীকে কুষ্টিয়ায় ঢুকতে দেবেন না বলে অনড় থাকেন। কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম রাজবাড়ী জেলার প্রশাসনকে অনুরোধ করেন তাদেরকে ঢাকায় ফেরত পাঠানোর জন্য। কিন্তু আক্রান্ত স্বামী-স্ত্রী কোনোভাবেই ঢাকায় ফিরে যেতে রাজি হননি।

বিকেল থেকে অন্তত দুই-তিন ঘণ্টা দফায় দফায় এ নিয়ে রাজবাড়ী ও কুষ্টিয়া জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিভিল সার্জন মুঠোফোনে আলোচনা করেন। শেষ পর্যন্ত কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য আ ক ম সরোয়ার জাহান বাদশার অনুরোধে মানবিক দিক বিবেচনায় আক্রান্ত স্বামী-স্ত্রীকে কুষ্টিয়া জেলায় ঢুকতে দেয়া হয়েছে বলে জানিয়েছেন কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম।

কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত জানান, আমরা কেউই চাই না আক্রান্ত অন্য কোনো ব্যক্তি আমাদের জেলায় ঢুকে পড়ুক। কিন্তু অনেক সময় অনুরোধে এবং মানবিক দিক বিবেচনায় নিয়মের ব্যতিক্রম ঘটাতে হয়। আক্রান্ত স্বামী-স্ত্রীর ক্ষেত্রেও ঠিক এমনটিই হয়েছে।

রাজবাড়ী জেলার সিভিল সার্জন নূরুল ইসলাম জানান, দুই জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিভিল সার্জনের মধ্যে আলাপ-আলোচনা করে যেহেতু তাদের গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলায় তাই সার্বিক বিষয় বিবেচনায় তাদেরকে একটি অ্যাম্বুলেন্সে কুষ্টিয়ায় পাঠানো হয়েছে।

রাজবাড়ী জেলার সিভিল সার্জন মন্তব্য করেন, এভাবে করোনা আক্রান্ত রোগী পালিয়ে এক জেলা থেকে আরেক জেলায় আসার বিষয়টি খুবই উদ্বেগজনক।

কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, শুক্রবার রাত ৯টার দিকে আক্রান্ত স্বামী-স্ত্রী রাজবাড়ী জেলা থেকে এ্যাম্বুলেন্সে কুষ্টিয়ায় এসে পৌঁছানোর পর তাদেরকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। স্বামী-স্ত্রী দুজনকে দিয়ে কুষ্টিয়া জেলায় শুক্রবার পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৭।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com