হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান করোনায় আক্রান্ত হয়েছেন। নমুনা পরীক্ষার পর সোমবার রাতে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। একই দিনে জেলা প্রশাসক কার্যালয়ের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটেরও করোনা পজিটিভ রিপোর্ট আসে।
অধিকতর নিশ্চিত হতে জেলা প্রশাসকের নমুনা পুনরায় পরীক্ষার জন্য ঢাকার আইইডিসিআরে পাঠানো হয়েছে।
জেলা প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজ নিজ বাসভবনে হোম কোয়ারেন্টাইনে আছেন।
এনিয়ে হবিগঞ্জ জেলায় করোনা শনাক্ত হয়েছে ৭৬ জনের।
এদিকে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা শনাক্ত হওয়া ডাক্তার সৈয়দ আদনানের করোনা নেগেটিভ রিপোর্ট এসেছে। আরেকটি রিপোর্টে তার করোনা নেগেটিভ রিপোর্ট এলে তাকে সুস্থ হিসাবে ঘোষণা করা হবে।
হবিগঞ্জে গত ১১ এপ্রিল করোনা শনাক্ত হওয়া নারায়ণগঞ্জ থেকে আসা ট্রাকচালককে করোনা আক্রান্ত প্রথম সুস্থ রোগী হিসাবে আজ মঙ্গলবার রিলিজ দেয়া হয়েছে।