ফ্রান্সের এক চিকিৎসক দাবি করছেন গত ডিসেম্বর থেকেই ফ্রান্সে করোনাভাইরাসের অস্তিত্ব ছিল। তিনি বলছেন, ২৭ ডিসেম্বর নিউমোনিয়া ধরা পড়া এক ব্যক্তির করোনাভাইরাস ছিল।
এটা যদি সত্য হয় তবে ফ্রান্সে প্রথম কেস ধরা পরার কয়েক সপ্তাহ আগে থেকেই করোনাভাইরাস ছিল। দেশটিতে ২৪ জানুয়ারি প্রথম করোনাভাইরাস ধরা পড়ে।
প্যারিসের নিকটবর্তী একটি হাসপাতালের চিকিৎসক কোহেন বলেন, তিনি ডিসেম্বর জানুয়ারি মাসে ফ্লু নিয়ে আসা কিছু রোগীর পুনরায় পরীক্ষা করেন।
১৪ জন রোগীর মধ্যে একজনের পজিটিভ এসেছে। নিশ্চিত হওয়ার জন্য তারা দ্বিতীয়বার পরীক্ষা করেছেন এবং একই ফলাফল এসেছে।
সূত্র : বিবিসি