যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির কারও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদিসহ কোনো প্রয়োজন হলে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান (বাম) সাহায্য প্রদান করবে বলে জানানো হয়েছে।
মিশিগান রাজ্যে বসবাসরত বাংলাদেশি সবার প্রতি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিভিন্ন করণীয় বিষয় নিয়ে একটি বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিউনিটির ক্ষতিগ্রস্তদের অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ করার জন্য বলা হয়েছে। এ ছাড়াও যুক্তরাষ্ট্র ফেডারেল এবং মিশিগান স্টেট কর্তৃক বর্তমান আপদকালীন সময়ের জন্য যেসব সুযোগ-সুবিধার কথা বলা হয়েছে তা বুঝতে কিংবা কোনো সহযোগিতার প্রয়োজনে সংগঠনটি সঙ্গে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।
এর পাশাপাশি সরকারি সব বিধি-নিষেধ মেনে চলার আহ্বান জানানো হয়েছে। যে কোনো সহযোগিতার জন্য নিচে দেওয়া ফোন নম্বরগুলোতে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।
জাবেদ চৌধুরী (প্রেসিডেন্ট)
(৩১৩) ৭২১-৯৮৮৮
মাহ্ফুজ চৌধুরী (সেক্রেটারি)
(৩১৩) ৫৭৪-৯৪৯৬
এন ইসলাম শামীম (ভাইস প্রেসিডেন্ট)
(৩১৩) ৯০৩-৭৭০৮
মাহামুদুর চৌধুরী (সুন্না) (সহকারী জেনারেল সেক্রেটারি)
(২৪৮) ৭৩০-০২৩২