লকডাউন জারি সত্ত্বেও ভারতজুড়ে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয় বৃহস্পতিবার সকালে জানিয়েছে, ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন ৩,৫৬১ জন।
সারা দেশের হিসাবে সব মিলিয়ে মোট করোনা রোগী ৫২ হাজার ৯০০ জন। এদের মধ্যে থেকে ১ হাজার ৭৮৩ জনের মৃত্যু হয়েছে। গত এক দিনে করোনার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন ৮৯ জন।
জানুয়ারি মাস থেকেই এদেশে প্রথম ওই মারণ রোগের সংক্রমণ শুরু হয়। তারপরেই সারা দেশে ছড়িয়ে পড়েছে ওই রাক্ষুসে ভাইরাসটি। এর সংক্রমণ থেকে বাঁচতে গত ২৫ মার্চ থেকে লকডাউন জারি করা হয়েছে সারা দেশে। দু’বার বাড়ানোও হয়েছে লকডাউনের মেয়াদ। আপাতত ১৭ মে পর্যন্ত লকডাউন চলবে দেশে। কিন্তু তারপরেই রেহাই মিলছে না এই রোগের হাত থেকে।
এখন পর্যন্ত ১৫ হাজার ২৬৭ জন করোনা রোগী সুস্থ হয়েছেন বলেও জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয়। তারা জানিয়েছে, করোনা রোগীদের পুনরুদ্ধারের হার এখন বেড়ে ২৮.৭১ শতাংশ দাঁড়িয়েছে।
সূত্র : এনডিটিভি