রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০২:৩০ অপরাহ্ন

জ্যাকসন হাইটসে ইউনাইটেড হিন্দুস অব ইউএসএ’র প্রতিবাদ সমাবেশ

বাংলাদেশ ডেইলি অনলাইন:
  • আপডেট টাইম : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ৭৪ বার

২১ মে, মঙ্গলবার সন্ধ্যায় জ্যাকসন হাইটস্থ ডাইভারসিটি প্লাজায় রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানেরসঙ্গে সাংঘর্ষিক নয় মর্মে হাই কোর্টের রায় প্রদান করেন এবং ধর্মের নামে মিথ্যা কটূক্তির অজুহাতে কারাদন্ডে দন্ডিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়েরমেধাবী ছাত্রী তিথি সরকারের নিঃশর্ত মুক্তি দাবিতে একটি প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন এর আয়োজন করে ইউনাইটেড হিন্দুস অব ইউএসএ ইন্‌ক।সভায় ইউনাইটেড হিন্দুস অব ইউএসএ ইন্‌ক এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও ইসকনের ব্রহ্মচারী শ্রীমান নিত্যানন্দ কিশোর দাসশ্রীমদ্ভগবদ গীতার শ্লোক পাঠের মধ্যে দিয়ে সমাবেশের শুভ সুচনা করেন। উক্ত মহাসমাবেশ ও মানব বন্ধনের সভাপত্বি করেনইউনাইটেড হিন্দুস অব ইউএসএ ইন্‌ক এর সভাপতি শ্রী ভজন সরকার এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক শ্রী রামদাস ঘরামী ইউনাইটেড হিন্দুস অব ইউএসএ ইন্‌ক এর বোর্ড অব ডাইরেক্টরের সম্মানিত চেয়ারম্যান ডাঃ শ্রী প্রভাত দাসের জোরালোবক্তব্যের মাধ্যমে সুচনা হয়। তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিমাতা সুলভ আচরণ ও ফেইসবুক হ্যাক হওয়া জগন্নাথবিশ্ববিদ্যালয়ের ছাত্রী তিথি সরকারের ধর্ম নিয়ে মিথ্যা মন্তব্যের উপর নির্ভর করে বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কার ও হাইকোর্টের রায়ে ৫ বছরের কারাদন্ডে দন্ডিত করার তীব্র নিন্দা জানান। তিনি আরো উল্লেখ করেন, বাংলাদেশের আনাচে কানাচে অশিক্ষিত মুর্খহুজুরদের ওয়াজ মাহফিলে হিন্দুদের নিয়ে জঘন্যতম মন্তব্য, মুর্তি ও মন্দির ভাঙ্গা আহ্বান এবং হিন্দুদের দেব-দেবী নিয়ে কটূক্তির কোন বিচার সাইবার সিকিউরিটি এ্যাক্ট এর আওতায় না আসার কথা। তিনি প্রধানমন্ত্রীর কাছে জানতে চেয়েছেন, ৪৬০টি উপজেলায় হাজার হাজার কোটি টাকা খরচ করে ৫৬০টিরও অধিক মডেল মসজিদ তৈরি করেছেন কিন্তু ২কোটি হিন্দুদের জন্য একটি মডেল মন্দিরও কি তৈরি করতে পারতেন না?
এরপর মঞ্চে আসেন ইউনাইটেড হিন্দুস অব ইউএসএ ইনক এর উপদেষ্টা মন্ডিলীর প্রধান অধ্যাপক নবেন্দু দত্ত। তিনি তার বক্তব্যে উল্লেখ করেন যে ১৯৭২সালে রচিত হয় একটি ধর্ম নিরপেক্ষ সংবিধান। পরবর্তিতে স্বৈরাচারী এরশাদ সরকার তার মধ্যে “বিসমিল্লাহির রহমানির রহিম” যুক্ত করেছেন, অথচ এরশাদকে স্বৈরাচারী বলে সবাই গালাগালি করে কিন্তু এই কালো দাগ কেউ মোচন করার প্রয়াশ করেননি। সংখ্যালঘুদের চিন্তা বি.এন.পি, আওয়ামী লীগ কেউ করেন নি। আমরা তাদের বিরোদ্ধাচারণ করি এবং ৭২ইং এর সংবিধান ফিরে গিয়ে বাংলাদেশকে একটি ধর্ম নিরপেক্ষ দেশ করে বর্তমান সংবিধানকে কালিমা মুক্ত করার আবেদন জানান। পরবর্তীতে বক্তব্য রাখেন ইউনাইটেড হিন্দুস অব ইউএসএ ইনক এর কার্যকরী কমিটির সম্মানিত সভাপতি শ্রী ভজন সরকার। তিনি তার বক্তব্যে উল্লেখ করেন, আমি সম্প্রতি বাংলাদেশে দেখে এলাম, ওয়াজ মহফিলে হিন্দুদেরকে মোল্লারা কিভাবেগালিগালাজ করে এবং দেব-দেবী নিয়ে নোংড়া কটুক্তি করে থাকে। অথচ সাইভার সিকুরিটির কোন প্রকার এ্যকসান আমরাদেখি না। তিনি তার মন্তব্যে এটির তীব্র নিন্দাজ্ঞাপন করেন। মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করে দাবী রাখেন যে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খৃষ্টান সবাইকে এক চোখে দেখার জন্য এবং ৭২’র সংবিধানে ফিরে যেতে।বক্তব্য রাখেন ইউনাইটেড হিন্দুস অব ইউএসএ ইনক এর বোর্ড অব ডাইরেক্টরের সম্মানিত ভাইস চেয়ারম্যান শ্রী সুশীলসিন্‌হা। তিনি তার বক্তব্যে এরশাদ সরকারের আমলে অর্থাৎ ১৯৮৮ সালে ৮ম সংশোধনির মাধ্যমে “রাষ্ট্রধর্ম ইসলাম” করারতীব্র নিন্দা জানান।
ইউনাইটেড হিন্দুস অব ইউএসএ ইনক এর উপদেষ্ট কলোম্বিয়া ইউনিভার্সিটির প্রফেসর ডঃ দ্বীজেনভট্টাচার্য্য বলেন, ভারত যদি হিন্দু রাষ্ট্র, আমেরিকা যদি খৃষ্টান রাষ্ট্র হিসাবে ঘোষিত হয় তাহলে মুসলিম ভাইদের অবশ্যই পছন্দ হতো না। তাই তিনি বাংলাদেশ পুনরায় ৭২’র সংবিধানে ফিরে যেতে বলেন এবং মেধাবী ছাত্রী তিথি সরকারকে কারামুক্তি করার দাবী জানান।প্রথিত যশা সাংবাদিক শিতাংশু গুহ তার বক্তব্যে বলেন, জিয়াউর রহমানকে কেউন পছন্দ না করলেও ৫ম সংশোধনীতে তার দেয়া ‘বিসমিল্লাহির রহমানির রাহিম’ সব মুমিন মুসলিমগন পছন্দ করেন। স্বৈরাচারীসরকার এরশাদের ৮ম সংশোধনীতে “রাষ্ট্রধর্ম ইসলাম” সবাই পছন্দ করেন। আরো বক্তব্য রাখেন, শ্রী ভবতোষ মিত্র, সনজিত ঘোষ, এডভোকেট জয়জিত আচার্য্য, আশীষ ভৌমিক, দীনেশমজুমদার, কার্তিক চন্দ্র দেব নাথ, নিতাই চন্দ্র পাল, সবিতা দাস, শংকর বিশ্বাস, পিন্টু দাস, স্বপন দত্ত, অসীম চন্দ্র দাস, রুবেল ধর, দিলিপ বিশ্বাস প্রমুখ তারা তাদের বক্তব্যে বাংলাদেশে নির্যাতিত, নিপিড়ীত সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জ্ঞাপন করেন। সেই সাথে বর্তমান সরকারের নিকট দাবী করেন যে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন বন্ধ না হলে ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com