শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১২:০৫ অপরাহ্ন

মৃত্যুহীন একটি দিবস আমেরিকা প্রবাসীদের

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ মে, ২০২০
  • ২৩৪ বার

করোনায় আক্রান্ত হয়ে নিউইয়র্ক তথা যুক্তরাষ্ট্রে ৬ মে বুধবার কেউ মারা যাননি। টানা দেড় মাস পর এই একটি দিন প্রবাসীরা অতিবাহিত করলেন মৃত্যুর কোন সংবাদ ছাড়া। তবে এদিন নিউইয়র্কে প্রবীন দুই প্রবাসী মারা গেছেন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। এর একজন সৈয়দা জিন্নাতুল বাহার (৬৯), হৃদরোগে আক্রান্ত হয়ে ব্রঙ্কসে মন্টিফিউর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অপরজন রমিজ মিয়া (৬৭) কুইন্স হাসপাতালে ছিলেন কিডনি রোগের চিকিৎসার জন্যে। অপরদিকে, ৫ মে মঙ্গলবার নিউইয়র্কে আরো ৩ বাংলাদেশী মারা যাবার তথ্য এসেছে। এর আগে একজনের মৃত্যুর সংবাদ পাওয়া গিয়েছিল। এরফলে মঙ্গলবার ৪ জনের মৃত্যু হলো।

হাসপাতালের উদ্ধৃতি দিয়ে শ্রমিক ইউনিয়নের লিডার কাজী মুনির জানান, ইয়েলো ট্যাক্সি চালক নজরুল ইসলাম (৫৩) মঙ্গলবার ৫ মে এলমহার্স্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। একইদিন একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন বিয়ানিবাজার পৌরসভার আওয়ামী লীগ নেতা, দীর্ঘদিন যাবত নিউইয়র্কে বসবাসরত হাজী আব্দুল হাফিজ দুদু মিয়া (৭৫)। এ তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রস্থ বিয়ানিবাজার সমিতির কর্মকর্তারা। একইদিন ব্রঙ্কসে লেবানন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন সিলেটের সন্তান এবং ব্রঙ্কস মুসলিম সেন্টারের প্রতিষ্ঠাতা-সদস্য শুক্কুর আলীর মা জুলেখা বিবি (৭৮)। মুসলিম সেন্টারের সেক্রেটারি ও আওয়ামী লীগ নেতা সোলায়মান আলী এ তথ্য নিশ্চিত করেন।

নিউইয়র্ক স্টেটে ৫ মে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৩২ জন। এর আগের দিন এ সংখ্যা ছিল ২৩০। মঙ্গলবার হাসপাতালে ভর্তি হয়েছেন ২০৭ জন। এসব তথ্য জানান স্টেট গভর্ণর এ্যান্ড্রু ক্যুমো। ক্যুমো উল্লেখ করেছেন যে, মৃত্যুর হার কমেছে অনেক আগের মাসের তুলনায়। একইভাবে হাসপাতালে ভর্তি এবং আইসিইউতে গমনের হারও কমেছে। এজন্যে নিউইয়র্ক স্টেটের লকআউট শিথিলের জন্যে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে।

শোক প্রকাশ

এদিকে, যুক্তরাষ্ট্র যুবদলের নেতা মহিবুর রহমান খান শাহীনের পিতা নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশ পুলিশ বাহিনীর সাবেক কর্মকর্তা হাজী সওয়াবুর রহমান (৮২) ৪ মে স্থানীয় একটি সিনিয়র সেন্টারে ইন্তেকাল করেছেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিল্টন ভ’ইয়া, স্টেট বিএনপির সভাপতি আলহাজ্ব মাহফুজুল মাওলা নান্নু, যুবদলের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিন, যুক্তরাষ্ট্র বিএনপির নেতা মোশারফ হোসেন সবুজ, এম এ সবুর, নিউইয়র্ক মহানগর বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি আলহাজ্ব আবু তাহের, সাধারণ সম্পাদক কাওসার আহমেদ, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি মাকসুদ এইচ চৌধুরী, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সেক্রেটারি মাজহারুল ইসলাম জনি, যুক্তরাষ্ট্র যুবদলের সাংগঠনিক সম্পাদক ওয়েস আহমেদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com