তানজিম সাকিব আর তাসকিন আহমেদে কাঁপছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের টপ অর্ডারে ভাঙন ধরিয়েছেন এই দুই পেসার। তোলে নিয়েছেন সেরা তিন ব্যাটারকে। ৬ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৪ উইকেটে ২৫ রান।
শুরুটা করেন তানজিম সাকিব। প্রথম ওভারের শেষ বলে এলবিডব্লুর ফাঁদে ফেলেন রেজা হেন্ড্রিকসকে। কোনো রান না করেই ফেরেন রেজা। ১১ রানে প্রথম উইকেটে হারায় দক্ষিণ আফ্রিকা। পরের আঘাতটাও আসে তার হাত ধরেই। এবার কুইন্টন ডি কককেও ভরেন ঝুলিতে।
ইনিংসের তৃতীয় ও নিজের দ্বিতীয় ওভার করতে এসে প্রোটিয়া এই তারকা ব্যাটারের স্ট্যাম্প উপড়ে দিয়েছেন তিনি। এর আগ পর্যন্ত অবশ্য গলার কাঁটা হয়ে উঠেছিলেন ডি কক। আউট হবার আগে তিনি করেন ১১ বলে ১৮ রান।
পরের ওভারে এসে আরেক প্রোটিয়া হিটার ক্রিস্টান স্টাবসকে ফেরান তানজিম সাকিব। অলরাউন্ডার সাকিব আল হাসানের ক্যাচে পরিণত করেন তাকে। ৫ বলে ০ রানে স্টাভস ধরেন সাজঘরের পথ।
তবে মাঝে একটা উইকেট তোলে নেন তাসকিন আহমেদও। দেশ সেরা এই পেসারের শিকার প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম। ৮ বলে ৪ রান করতেই তার স্ট্যাম্প ভাঙেন তাসকিন৷ সব মিলিয়ে ৪.২ ওভারে ২৩ রানে ৪ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।
এরপর পাওয়ার প্লেতে আর কোনো উইকেট হারায়নি প্রোটিয়ারা। ডেভিড মিলার ও হেনরিখ ক্লাসেন মিলে দেখেশুনেই পাড় করেন এই সময়টা। তবে রানও আসেনি, ৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৫ রান তোলতে পারে দক্ষিণ আফ্রিকা।