বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নিরবের পরকীয়ার অভিযোগ নিয়ে সুর পাল্টালেন স্ত্রী ড. ইউনূসের সঙ্গে বৈঠকে কী কথা হলো, জানালেন মির্জা ফখরুল ভারত থেকে চিন্ময়ের মুক্তি দাবি কিসের আলামত, প্রশ্ন রিজভীর আইনজীবী হত্যার ভিডিও ফুটেজ দেখে গ্রেফতার ৬ : প্রেস উইং চিন্ময় ইস্যুতে ভারতের বিবৃতি দেয়া অনধিকার চর্চা : উপদেষ্টা নাহিদ রয়টার্সের মনগড়া সংবাদের প্রতিবাদ জানালো সিএমপি হাইকোর্টের নজরে ইসকন-চট্টগ্রামের ঘটনা : আদালতকে পদক্ষেপ জানাবে সরকার ইসকন ইস্যুতে দেশি-বিদেশি ইন্ধন থাকতে পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা চট্টগ্রামে আইনজীবী হত্যা, যে নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা স্বৈরাচার পালিয়ে গেলেও তাদের লেজ রেখে গেছে : তারেক রহমান

সম্পত্তির লোভে বৃদ্ধ বাবাকে মারধরের ঘটনায় ছেলে আটক, দায়িত্ব নিলেন ওসি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ মে, ২০২০
  • ২২০ বার

লক্ষ্মীপুরের রামগঞ্জে কচুয়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক ও ৯০ বছর বয়সী বৃদ্ধ আফতাব উদ্দিনকে সম্পত্তি লিখে দেয়ার জন্য চাপ প্রয়োগ করে বেধম মারধর করার ঘটনায় তারই ছেলে মো. বদরোদ্দৌজা (৩২) কে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আহত বৃদ্ধ মাদ্রাসা শিক্ষকের স্ত্রী হোসনে আরা বেগম বাদী হয়ে রাতেই রামগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ফজরের নামাজের সময় উপজেলার রামগঞ্জ কাঠ বাজার এলাকার ইমাম বদরোদ্দৌজার ভাড়া বাসায়।

এদিকে মাদ্রাসা শিক্ষক বৃদ্ধ বাবাকে মারধর করে আহত করার ঘটনায় বৃহস্পতিবার রাত ৮টায় রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন ছুটে যান ঘটনাস্থলে। এসময় বৃদ্ধ বাবা আফতাব উদ্দিনের চিকিৎসার সমুদয় খরছ নিজে বহনসহ উক্ত পরিবারের সদস্যদের হাতে ১৫ দিনের খাবার তুলে দেয়া হয়।

এ সময় তিনি জানান, যতদিন পর্যন্ত ওই বৃদ্ধ বাবা-মা রামগঞ্জে অবস্থান করবেন ততদিন তিনি নিজের বেতনের টাকা দিয়ে বৃদ্ধ বাবার পরিবারের সকল ব্যায়ভার বহন করনে।

তিনি আরো জানান, বৃদ্ধ বাবাকে মারধরের ঘটনায় লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান পিপিএম-সেবা স্যার বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি জানতে পেরে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য বলেন। স্যারের নির্দেশের আগেই আমরা ঘটনার মূল আসামী পাট বাজার দারুস সালাম জামে মসজিদের ওই ইমাম বদরোদ্দৌজাকে আটক করেছি এবং ঘটনাটি যারা ধামাচাপা দিতে চেয়েছে তাদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, রামগঞ্জ থানার ওসি (তদন্ত) একে ফজলুল হক ও রামগঞ্জ থানার এস আই মো. মহসিন চৌধুরী।

আহত বৃদ্ধ মোঃ আফতাব উদ্দিন জানান, ছেলেরা বড় হয়েছে। তারা যার যার মতো বিভিন্ন জায়গায় থাকে। আমি ছেলে বদরোদ্দৌজার সাথে রামগঞ্জের ভাড়া বাসায় থাকি স্ত্রীকে নিয়ে। সে প্রায়ই আমাদের বাড়ীর সম্পত্তি লিখে দেয়ার জন্য চাপ প্রয়োগ করতো। আরো একবার আমাকে খুব মেরেছে। বৃহস্পতিবার ভোররাতে সাহেরী খাওয়ার জন্য উঠলে সে আবারো তাকে বাড়ীর সম্পত্তিসহ বিদেশ থেকে আমার বড় ছেলের পাঠানো টাকা তাকে দেয়ার জন্য বললে বিষয়টি নিয়ে আমি অন্য ছেলেদের সাথে কথা বলার দরকার বলে জানানোর সাথে সাথে সে আমার হাতের লাঠি দিয়ে আমাকে বেদম মারধর করে। আমি ৪২টি বছর একটি মাদ্রাসায় শিক্ষকতা করেছি। হাজার হাজার ছেলেকে মানুষ করেছি, অথচ আমার ছেলেকে আমি মানুষ করতে পারিনি বলে কেঁদে উঠেন।

এ সময় তিনি রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেনের প্রতিও কৃতজ্ঞতা জানান, দু হাত তুলে দোয়া করেন।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হওয়ার সাথে সাথে আমরা ঘটনার মূল হোতাকে গ্রেফতারে অভিযান চালাই। লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান পিপিএম-সেবা স্যারের সার্বিক দিক নির্দেশনায় স্থানীয় লোকদের সাথে কথা বলে রাতে শহরের বাইপাস সড়কের উপর থেকে রামগঞ্জ পাট বাজার দারুস সালাম জামে মসজিদের ইমাম মোঃ বদরোদ্দৌজাকে গ্রেফতার করি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com