রাশিয়ায় আগুনে পুড়ে পাঁচজন কোভিড-১৯ রোগীর মৃত্যু হয়েছে। রাশিয়ার সংবাদ সংস্থাগুলো বলছে সেন্ট পিটার্গবার্গে ভেন্টিলেটরে শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগে। এতে করে পাঁচজন কোভিড-১৯ রোগী মারা যান।
আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং ১৫০-এর বেশি মানুষকে হাসপাতাল থেকে বের করে নেয়া হয়েছে। তবে আরো অনেকে আহত হয়েছেন, সংখ্যাটা এখনো নিশ্চিত করে জানা যায়নি।
ভেন্টিলেটরগুলো তার কর্মক্ষমতার চেয়ে বেশি সময় ধরে চালু ছিল বলে জানা গেছে।
এই খবর এমন সময়ে এলো যখন রাশিয়ায় লকডাউন তুলে নেয়ার একটা পরিকল্পনা করা হচ্ছে।
এখন রাশিয়ায় মোট শনাক্তের সংখ্যা ইতালি ও যুক্তরাজ্যের চেয়ে বেশি।
সূত্র : বিবিসি