জুলাই মাসে নিউইয়র্কে বেসরকারি খাতের চাকরি ০.১ শতাংশ বেড়েছে। অর্থাৎ গত মাসে ১০,৮০০ চাকরি হয়েছে। রাজ্যের শ্রম বিভাগ এই তথ্য প্রকাশ করেছে।
শ্রম বিভাগ জানায়, জুলাইয়ে যুক্তরাষ্ট্রেও বেসরকারি খাতে চাকরি বেড়েছে ০.১ শতাংশ।
চলতি বছরের জুলাই মাসে খাতওয়ারি চাকরি বেড়েছে ১৫৯,৯০০টি তথা ১.৯ শতাংশ। এটি যুক্তরাষ্ট্রের বেসরকারি খাতের চাকরির চেয়ে বেশি। যুক্তরাষ্ট্রে সংখ্যাটি হলো ১.৪ শতাংশ।
চাকরি বাড়লেও বেকারত্বও কিন্তু বেড়ে গেছে। জুলাই মাসে রাজ্যে বেকরাত্বের হার ৪.২ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৪.৩ শতাংশ। আর নিউ ইয়র্ক সিটিতে বেকারত্বের হার বেড়ে ৪.৮ শতাংশ থেকে হয়েছে ৫.০ শতাংশ।
শ্রম দফতরের ব্যুরো অব লেবার স্ট্যাটিসটিক্স বেসরকারি খাতে চাকরির হিসাবটি করেছে।