মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দুটি গ্রামে পাগলা কুকুরের কামড়ে কমপক্ষে আটজন আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
গ্রামবাসীরা জানায়, সকাল সাড়ে ৯টার দিকে একটি পাগলা কুকুর উপজেলার সাভার গ্রামে সামনে মানুষ গরু যাকে পায় তাকে কামড়ে আহত করতে থাকে। তারপর পার্শ্ববর্তী আগসাভার গ্রামে গিয়ে আরো মানুষকে কামড়ায়। আহতদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছেন। এ ঘটনায় আহত পাঁচজনকে স্থানীয় চিকিৎসকের কাছে নেয়া হয়েছে। এছাড়া গুরুতর আহত দু’জনকে মানিকগঞ্জ সদর হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসকরা।
সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মামুন উর রশিদ জানান, হাসপাতালে কুকুরে কামড়ানোর ওষুধ এন্টি র্যাবিস ভ্যাসিন নেই। হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের বাইরে থেকে ওষুধ কিনে চিকিৎসা নিতে হয়।
উল্লেখ্য, সাটুরিয়ার বিভিন্ন গ্রামে বেওয়ারিশ কুকুরের ছড়াছড়ি। কুকুরের ভয়ে মানুষ আতঙ্কিত। যত দিন যাচ্ছে বেওয়ারিশ কুকুরের সংখ্যা বেড়েই চলছে।