বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১১:৫৬ অপরাহ্ন

গঠিত হলো আমেরিকান বাংলাদেশী প্রডিউসার এসোসিয়েশন

বাংলাদেশ ডেইলি অনলাইন:
  • আপডেট টাইম : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৫ বার

গঠিত হলো আমেরিকায় বসবাসরত বাংলাদেশী চলচ্চিত্র ও নাটক প্রযোজকদের সংগঠন আমেরিকান বাংলাদেশী প্রডিউসার এসোসিয়েশন। গত ২৩ সেপ্টেম্বর নিউ ইয়র্কের একটি পার্টি হলে প্রযোজকবৃন্দের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে আমেরিকান বাংলাদেশী প্রযোজকদের অধিকার রক্ষা এবং চলচ্চিত্রের মান উন্নয়ন, আর্থিক ও আইনি সহায়তা, প্রশিক্ষন কর্মশালা ও বাংলা চলচ্চিত্রের আন্তর্জাতিকিকরণের উদ্দেশ্যে গঠন করা হয় আমেরিকান বাংলাদেশী প্রডিউসার এসোসিয়েশন। উপস্থিত সকল প্রযোজকদের সম্মতিক্রমে একটি আহবায়ক কমিটি গঠন করা হয় যারা সংগঠনের প্রাথমিক সকল গঠন প্রক্রিয়া সম্পন্ন করে অতিদ্রুত একটি পূর্ণাঙ্গ কমিটির হাতে দায়িত্ব হস্তান্তর করবে। উক্ত সভায় সকলের ভোটে অলিভ আহমেদকে আহবায়ক, লিটু আনামকে কোষাধ্যক্ষ এবং তরিকুল ইসলাম মিঠুকে প্রচার সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। এছাড়া সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্যরা হলেন পরিচালক ও প্রযোজক রনি ভৌমিক, প্রযোজক ও অভিনেত্রী নোভা ফিরোজ, প্রযোজক ও অভিনেতা কাজী মারুফ, এমা শহীদুল্লাহ, আকাশ রহমান, এশা রহমান, হোসেন শাহরিয়ার তৈমুর, নজরুল ইসলাম রাসেল, জান্নাতুল ফেরদৌস টুম্পা, আনিসুর রহমান মিলন এবং সৈয়দ ইরফান উল্লাহ। সভায় গৃহিত হয় যে শুধুমাত্র বাংলাদেশী বংশোদ্ভুত বৈধ আমেরিকান নাগরিক প্রযোজক যারা মুভি থিয়েটার, টেলিভিশন, ওটিটি এবং স্বনামধন্য ফিল্ম ফেস্টিভ্যালের জন্য নাটক, সিনেমা কিংবা শর্ট ফিল্ম প্রযোজনা করেছেন এবং ইতোমধ্যেই যাদের কোনো প্রডাকশন উল্লিখিত কোনো মাধ‍্যমে প্রচারিত হয়েছে শুধুমাত্র তারাই এই সংগঠনের সদস্যপদ লাভ করতে পারবেন। শুধুমাত্র কোন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য নির্মিত কন্টেন্ট বা তদ্রূপ কন্টেন্ট ক্রিয়েটর এই ক‍্যাটেগরীর আওতায় পড়বে না।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com