অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব আর নাজিয়া হাসান অদিতির ৯ বছরের সংসার ভেঙে গেলো। বিচ্ছেদের বিষয়টি গতকাল প্রকাশ্যে আশার পর গণমাধ্যমের কাছে তা বারবার এড়িয়ে গেছেন অদিতি। শুধুমাত্র ফেসবুকবার্তায় লিখেছেন- ‘আমাকে ভাবি বলা সবাই বন্ধ করুন’। এছাড়া রিলেশনশিপ স্ট্যাটাসে যোগ করেন ‘ডিভোর্সড’।
অপূর্বের প্রতি কোনো অভিযোগ নেই তার প্রাক্তন স্ত্রীর। এমনকি তাকে দোষারোপ না করার অনুরোধ জানিয়ে ‘ডিভোর্স’ নিয়ে এবার ফেসবুকে লিখেছেন অদিতি।
নাজিয়া হাসান অদিতি লিখেছেন, ‘অপূর্ব একজন আদর্শ বাবা, প্রেমময় ভাই, দায়িত্বশীল পুত্র এবং একজন ভালো মানুষ। তিনি মিলিয়ন ফ্যানদের কাছে একজন সুপার ট্যালেন্টেড ব্যক্তি, এটা তিনি নিজেই অর্জন করেছেন। আমার মনে হয়, তিনি সেখানেই সবচেয়ে যোগ্য। ফলে তার ব্যক্তিগত জীবন নিয়ে নয়, দয়া করে তার অসাধারণ কাজগুলো নিয়ে তাকে বিচার করুন।’
নিজেদের একসঙ্গে না থাকতে পারা প্রসঙ্গে তার ভাষ্য, ‘তিনি আমাকে জীবনের সেরা উপহার দিয়েছেন, তা হলো আমার ছেলে আয়াশ। দুর্ভাগ্যক্রমে অসংখ্য কারণে একসঙ্গে থাকছি না আমরা, তবে আমি সবসময় তার সুখী ও সমৃদ্ধ জীবন কামনা করছি।’
সবশেষে অদিতি আরও বলেন, ‘দয়া করে বিয়ে বিচ্ছেদের সিদ্ধান্তের ওপর আমাদের কাউকে বিচার করবেন না। আপনারা সবাই আমাদের সুখে-দুঃখে সবসময় ভালোবেসেছেন, সমর্থন দিয়েছেন। আমরা আশা করি, তা অব্যাহত থাকবে।’