বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৫:৩১ পূর্বাহ্ন

যে একাদশ নিয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ২৭ বার

খানিক বাদেই মাঠে নামছে বাংলাদেশ। দু’ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে টাইগাররা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলবে দুই দল। খেলা শুরু সকাল ১০টায়।

ইতোমধ্যে সিরিজের প্রথম ম্যাচ হেরে বিপদ সীমায় আটকা পড়েছে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে তাই জয় ছাড়া বিকল্প নেই। হেরে গেলে তো বটেই, ড্র করলেও সিরিজ নিশ্চিত করবে প্রোটিয়ারা।

মিরপুর টেস্টে দক্ষিণ আফ্রিকার সাথে পাত্তাই পায়নি নাজমুল হোসেন শান্তর দল৷ আত্মসমর্পণ করেছে এর আগে ভারতের বিপক্ষে সিরিজের দু’টেস্টেও৷ সব মিলিয়ে টানা হারে যেন বিধ্বস্ত গোটা দল।

তবে ক্ষত-বিক্ষত এই দলটার বসে থাকার সুযোগ নেই। সব ভুলে নতুন কিছুর লক্ষ্যে মাঠে নামতে হচ্ছে শান্তদের। এখনো যেমন আছে সিরিজে সমতা ফেরানোর সুযোগ, তেমনি আছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট জয়ের হাতছানি।

সাদা পোষাকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়হীনতার রেকর্ড আর বড় করতে চায় না বাংলাদেশ।প্রোটিয়াদের সাথে ১৫ ম্যাচ খেলে হেরেছে ১৩টি -তেই। বাকি দুটি ম্যাচ হয়েছে ড্র। চট্টলায় সেই ইতিহাসে বদল আনতে চায় টাইগাররা।

সেই লক্ষ্যে শক্তিশালী একটা দল নিয়েই মাঠে নামতে হবে টাইগারদের। যদিও আগের টেস্টের স্কোয়াড থেকে এবারের দল খুব একটা পরিবর্তন আসেনি, তাসকিন আহমেদের পরিবর্তে এসেছেন খালেদ আহমেদ।

তবে বড় চমক অবশ্য আগের ম্যাচে ফিফটি হাঁকানো জাকের আলির না থাকা। স্কোয়াডে থাকলেও সদ্য অভিষিক্ত এই ব্যাটার চোটের কারণে খেলতে পারছেন না দ্বিতীয় টেস্ট। ফলে তার বদলে দলে ডাকা হয়েছে মাহিদুল ইসলাম অঙ্কনকে।

ঘরোয়া ক্রিকেটে বেশ পরিচিত মুখ অঙ্কন। রান করছেন বেশ ধারাবাহিকভাবেই। ৪৩টি প্রথম শ্রেণির ম্যাচে ৩০.৬৯ গড়ে তার রান ১৯৩৪। আছে ৩টি শতক ও ৮টি অর্ধশতক। চলমান জাতীয় ক্রিকেট লিগেও খেলেছেন ১১৮ রানের ইনিংস।

সব কিছু ঠিক থাকলে আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অভিষেক হয়ে যেতে পারে তার। তবে তার অভিষেক না হলেও একাদশে পরিবর্তন যে আসছে, তা অনেকটাই সুনিশ্চিত।

সম্ভাব্য একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ, নাহিদ রানা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com