সম্প্রতি বলিউড নায়ক শাহরুখ খানকে হত্যার হুমকি দিয়েছিলেন ফায়জান খান নামের এক ব্যক্তি। হত্যার হুমকির পাশপাশি ওই ব্যক্তি ৫০ লাখ টাকাও দাবি করেন। এবার নতুন তথ্য জানা গেল, এ হুমকিদাতা নাকি খআন সাহেবের ওপর অনলাইনে নজরদারি চালিয়ে গেছেন।
শাহরুখ খানকে হুমকি দেওয়া ওই ব্যক্তি ফায়জান খান পেশায় একজন আইনজীবী। তাকে খুনের হুমকি ও টাকা দাবি করার দায়ে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আইনজীবী ফায়জান খান অনলাইনে রীতিমত পড়াশোনা করেছেন শাহরুখ খানকে নিয়ে। তার নিরাপত্তার তথ্য জোগাড় করেছেন। তবে শুধু শাহরুখ নয়, তার পুরো পরিবারের তথ্য নাকি ফায়জান নিতেন বলে তদন্তে বেরিয়ে এসেছে। নজরদারি চালাতেন শাহরুখ খান ও তার ছেলে আরিয়ান খানের ওপর। বাদ দেননি তাদের নিয়ে বিভিন্ন তথ্য অনলাইন থেকে জানতে।
ফায়জানের মোবাইল জব্দ করে এই সকল তথ্যগুলো পুলিশ ইতোমধ্যেই জানতে পেরেছে। গ্রেপ্তারকৃত ফায়জান খান বর্তমানে আগামী ১০ দিনের জন্য জেল হেফাজতে থাকবেন বলে জানা যায়।
প্রসঙ্গত, গত ৭ নভেম্বর এই ব্যক্তি বান্দ্রা পুলিশ স্টেশনে ফোন করে বলেন, ‘শাহরুখ খান সেই ব্যক্তিই না যে মান্নাতে থাকে, একটা বাসস্ট্যান্ডওয়ালা। ওকে বলুন ৫০ লাখ টাকা দিতে। না দিলে আমি ওকে মেরে দেব।’ এই ফোন কলের পরই তদন্ত শুরু করে পুলিশ।