শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ০৭:০৪ অপরাহ্ন

৬ কোটি রুপির কত পাবেন মোস্তাফিজ?

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ৪৭ বার

আইপিএলের বাকি অংশের জন্য মোস্তাফিজুর রহমানকে ৬ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। অবশ্য আসরে লিগ পর্বে দিল্লির ম্যাচ বাকি ৩টি, প্লে-অফে উঠলে বাড়বে। তবে প্রশ্নে উঠেছে, মোস্তাফিজ কি শেষের অল্প কয়েক ম্যাচের জন্য পুরো টাকা পাবেন?

মূলত বদলি খেলোয়াড় হিসেবে মোস্তাফিজকে দিল্লি ডেকেছে। যেখানে আইপিএলে ১২তম লিগ ম্যাচের দিন বা তার আগে খেলোয়াড় বদলি করা যায়। সে ক্ষেত্রে চোট বা অসুস্থতার কারণ থাকতে হয়। দিল্লি মোস্তাফিজকে নিয়েছে জ্যাক ফ্রেজার-মাগার্কের বদলে।

অবশ্য এই অস্ট্রেলিয়ানের অবশ্য চোট বা অসুস্থতা কারণ নেই। ভারত-পাকিস্তান পাল্টাপাল্টি হামলার মধ্যে গত ৯ মে আইপিএল স্থগিত হয়ে গেলে অন্য বিদেশিদের মতো ম্যাগার্কও ভারত ছেড়ে গেছেন। এ ছাড়া অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্কও আইপিএলের বাকি অংশ খেলার জন্য ভারতে ফিরবেন কি না নিশ্চিত নয়। যে কারণে এবারের বিশেষ পরিস্থিতিতে ফ্র্যাঞ্চাইজিগুলোকে খেলোয়াড় বদলি করার সুযোগ দিয়েছে কর্তৃপক্ষ।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় মৌসুমের মাঝপথে বদলি হিসেবে যোগ দিলে তার পারিশ্রমিক দেওয়া হবে ‘প্রো-রাটা’ ভিত্তিতে। অর্থাৎ, পুরো মৌসুমে যতগুলো ম্যাচ ছিল, তার ভিত্তিতে মোট টাকা ভাগ করে শুধু বাকি ম্যাচগুলোর অনুপাতে টাকা দেওয়া হয়। এ ক্ষেত্রে মাঠে নামা আবশ্যক নয়। দলের সঙ্গে থাকলেই চলবে।

এদিকে মোস্তাফিজ যদি দিল্লি ক্যাপিটালসে যোগ দেওয়ার পর দলটি তিন ম্যাচ খেলে, তাহলে ৬ কোটি রুপিতে ৩ ম্যাচে যতটুকু, তা পাবেন। তাকে ম্যাচ খেলানো হোক বা না হোক। ম্যাচ খেলালে আলাদাভাবে ম্যাচ ফি আছে, সেটি পাবেন।

আইপিএল নীতিমালায় এ বিষয়ে ধারা ৬.৬ অনুসারে, কোনো বদলি খেলোয়াড়ের ফি মূল খেলোয়াড়ের চুক্তির চেয়ে বেশি হতে পারে না। এবং যতগুলো ম্যাচ তার যোগদানের আগে হয়ে গেছে, সে অনুপাতে তার ফি কেটে রাখা হবে (প্রো-রাটা ভিত্তিতে)।

ফ্রেজার-ম্যাগার্ককে দিল্লি কিনেছিল ৯ কোটি রুপিতে। আর নিয়ম অনুসরণ করে মোস্তাফিজকে নেওয়া হয়েছে ৬ কোটি রুপিতে। এখন যোগ দেওয়ার আগপর্যন্ত দিল্লির ম্যাচ শেষ হবে, তত অনুপাতে টাকা কমবে মোস্তাফিজের।

আবার এ ধরনের বদলি শুধু সংশ্লিষ্ট মৌসুমের জন্যই। অর্থাৎ, মোস্তাফিজকে চাইলে আগামী মৌসুমে ধরে রাখতে পারবে না দিল্লি। মোস্তাফিজকে আবার নিলামে উঠতে হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com