রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৭:২৩ পূর্বাহ্ন

পেনাল্টি মিসে আল-হিলালের বিপক্ষে জয় হাতছাড়া রিয়ালের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ২৮ বার

১৫ বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের ক্লাব বিশ্বকাপ অভিযান শুরু হলো হতাশায়। শক্ত প্রতিপক্ষ আল-হিলালের বিপক্ষে এগিয়ে গিয়েও শেষ রক্ষা হয়নি স্প্যানিশ জায়ান্টদের। শেষ মুহূর্তে পাওয়া পেনাল্টি মিস করায় ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় জাবি আলোনসোর দলকে।

ম্যাচের শুরু থেকেই দাপট দেখাতে থাকে আল-হিলাল। দ্বিতীয় মিনিটেই সার্গেই মিলিনকোভিচ-সাভিচের বুলেট গতির শট দুর্দান্তভাবে ঠেকান থিবো কোর্তোয়া। প্রথম ১০ মিনিটেই পাঁচটি শট নেয় সৌদি ক্লাবটি, যার মধ্যে একটি খুব অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয় মার্কোস লিওনার্দোর পায়ে।

রক্ষণভাগের দুর্বলতার জন্য বহুদিন ধরেই সমালোচনার মুখে রিয়াল এবং এদিনও তার ব্যতিক্রম হয়নি। ১৯তম মিনিটে রেনান লোদি জালে বল পাঠালেও সামান্য অফসাইডের কারণে বেঁচে যায় স্প্যানিশ ক্লাবটি।

তবে ৩৩ মিনিটে রদ্রিগোর দারুণ পাস থেকে প্রথম ছোঁয়ায় গোল করে রিয়ালকে এগিয়ে দেন গন্সালো গার্সিয়া। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৪১ মিনিটে রাউল আসেন্সিওর ফাউলে পেনাল্টি পায় আল-হিলাল, যেখান থেকে গোল করেন রুবেন নেভেস।

দ্বিতীয়ার্ধে রিয়াল মাদ্রিদ নিয়ন্ত্রণ নেয় পুরোপুরি। বদলি খেলোয়াড় হিসেবে নেমে প্রথম মিনিটেই গোলের কাছাকাছি পৌঁছে যান আর্দা গুলের, তবে তার শট ক্রসবারে প্রতিহত হয়। এরপর গার্সিয়ার হেডও গোললাইন থেকে ঠেকিয়ে দেন আল-হিলালের গোলরক্ষক ইয়াসিন বোনো।

৮৭তম মিনিটে ফ্রান গার্সিয়ার ওপর ফাউলের ঘটনায় ভিএআরের সাহায্যে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। কিন্তু নিয়মিত একাদশের স্টারদের (ভিনিসিউস, রদ্রিগো, বেলিংহ্যাম) আগে তুলে নেওয়ায় শট নিতে আসেন ফেদেরিকো ভালভের্দে। দুর্বল শট ঠেকিয়ে দেন বোনো, বঞ্চিত করেন রিয়ালকে কাঙ্ক্ষিত জয় থেকে।

রিয়াল মাদ্রিদের ডাগআউটে এই প্রথম দায়িত্ব নিলেন জাবি আলোনসো। বায়ার লেভারকুজেনের ইতিহাস গড়া এই কোচের প্রথম ম্যাচে জয় না পেলেও দল দেখিয়েছে ঘুরে দাঁড়ানোর সক্ষমতা। অভিষেক হয়েছে লিভারপুল থেকে আসা ট্রেন্ট-আলেক্সান্ডার আর্নল্ড এবং তরুণ ডিন হাউসেনেরও।

অন্যদিকে ইন্টার মিলানকে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে নেওয়া সিমোনে ইনজাগির অধীনে আল-হিলালের সূচনা ছিল আত্মবিশ্বাসী ও গোছানো। শক্তিশালী রিয়ালের বিপক্ষে এমন লড়াই নিঃসন্দেহে বড় বার্তা।

এই ড্রয়ের ফলে উভয় দল গ্রুপে একটি করে পয়েন্ট নিয়ে টুর্নামেন্টের পরবর্তী রাউন্ডের জন্য লড়াই চালিয়ে যাবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com